Muslim Candidates Lok Sabha Election: মোদী গড়ে ৩৫% প্রার্থীই মুসলিম! কংগ্রেসের তালিকা শূণ্য, কোন দলের হয়ে লড়াই সংখ্যালঘুদের?
এই সময় | ০৫ মে ২০২৪
লোকসভা নির্বাচন চলছে দেশজুড়ে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল দুই দফায় ভোট মিটেছে দেশে। তৃতীয় দফায় ভোট রয়েছে ৭ মে। মুসলিম তোষণ ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে কেন্দ্রের শাসকদল। সম্পত্তি পুনর্বণ্টন ইস্য়ুতে কংগ্রেসের বিরুদ্ধে গলা চড়িয়েছে বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে মোদী গড় গুজরাট থেকে লড়ছেন ৩৫ শতাংশ মুসলিম প্রার্থী। উল্লেখ্য, এই মুসলিম প্রার্থীদের মধ্য়ে কংগ্রেসের একজনও নেই। ভেঙেছে অন্যবারের ট্রেন্ডও।সাধারণত ভারুচ লোকসভা আসনে কোনও মুসলিম নাগরিককেই প্রার্থী করে কংগ্রেস। তবে এবার এই আসনটি গিয়েছে আম আদমি পার্টির কাছে। কারণ গুজরাটে আপের সঙ্গে আসন সমঝোতা করে লড়ছে কংগ্রেস। জাতীয় দলগুলির মধ্যে একমাত্র বহুজন সমাজপার্টি (BSP) গান্ধীনগর থেকে এক মুসলিম প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামিয়েছে। ৭ মে ভোট রয়েছে এখানে। ২০১৯ সালের বিএসপি পঞ্চমহল আসনে এক মুসলিম প্রার্থীর উপর ভরসা রেখেছিল।
লোকসভা নির্বাচনের আসন্ন দফায় গুজরাটের ২৬টি আসনের মধ্য়ে ২৫টি আসনে ৩৫ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে এই সংখ্য়াই ছিল ৪৩। বেশিরভাগ মুসলিম প্রার্থী হয় নির্দল হিসেবে লড়ছেন অথবা তাঁদের উপর ভরসা রেখেছে ছোট দলগুলি।
গুজরাট কংগ্রেসের সংখ্য়ালঘু বিভাগের চেয়ারম্য়ান ভাজিরখান পাঠান এক সংবাদ সংস্থাকে বলেন, 'সাধারণত প্রতিবার লোকসভা নির্বাচনে এরাজ্য়ে অন্তত এক মুসলিম প্রার্থীকে টিকিট দেয় দল, বিশেষ করে ভারুচ আসন থেকে টিকিট পান মুসলিম প্রার্থী। তবে এবার তা সম্ভব হয়নি। কারণ এবার ওই আসনটি থেকে প্রার্থী দিয়েছে আপ। কংগ্রেস গুজরাটের একটি আসন থেকে একজন মুসলিম প্রার্থীকে টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সম্প্রদায়ের সদস্যরাই তাঁদের জয়ের সম্ভাবনা ক্ষীণ ধরে নিয়ে এই প্রস্তাব ফেরান।' তিনি বলেন, 'একজন মুসলিম প্রার্থীর অন্য কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। আহমেদাবাদ দক্ষিণ ও কচ্ছ বিশাল মুসলিম জনসংখ্য়া সহ তফসিলি জাতি প্রার্থীদের জন্য় সংরক্ষিত।' ভারুচ ছাড়াও কংগ্রেস অতীতে নভসারি, আহমেদাবাদ থেকে মুসলিমদের টিকিট দিয়েছে। ১৯৭৭ সালে কংগ্রেসের হয়ে লড়ে সংসদে পা রাখেন দুই মুসলিম প্রার্থী। আহমেদাবাদ থেকে লড়ে জয় ছিনিয়ে এনেছিলেন এহসান জাফরি ও ভারুচ থেকে লড়েছিলেন আহমেদ প্যাটেল।
অতীতে কংগ্রেস ২০০৪, ২০০৯ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারুচ থেকে মহম্মদ প্যাটেল, আজিজ ট্যাঙ্কারভি ও শেরখান পাঠানকে প্রার্থী করে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একমাত্র নভসারি আসন থেকে মকসুদ মির্জা একমাত্র মুসলিম প্রার্থী হিসেবে টিকিট পেয়েছিলেন। এবার মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি মহম্মদ আনসি দেশাইকে গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দিয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির হেভিওয়েট ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের ২৫টি লোকসভা আসন যেগুলিতে ভোট রয়েছে তার মধ্য়ে গান্ধীনগরে সর্বাধিক সংখ্য়ক আটজন মুসলিম প্রার্থী রয়েছেন।