• ' উড়োজাহাজে গেলেও এমার্জেন্সি সমুদ্রে নামতে হয়', পুকুরে সাঁতার কেটে সচেতনতা বার্তা BJP প্রার্থীর
    এই সময় | ০৫ মে ২০২৪
  • বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডা. সুভাষ সরকার। কিছুদিন আগেই তাঁকে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চিকিৎসা করতে দেখা গিয়েছিল। এবার প্রচারের জন্য পুকুরে নেমে সাঁতার কাটতে দেখা গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীকে।বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এই বারও প্রার্থী করা হয়েছে ডা: সুভাষ সরকারকে। রবিবার বাঁকুড়া শহরের লোকপুরে নিজস্ব বাসভবন সংলগ্ন পুকুরের জলে নেমে পড়েন তিনি। সেখানেই দলের কয়েক জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটেন।

    এদিন ড: সুভাষ সরকার বলেন, 'নির্বাচন হল গণতন্ত্রের উৎসব। এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই। তবে প্রতিটি দলের উচিৎ কিছু না কিছু বার্তা দেওয়া। আমি যে বার্তাটা আজ দিতে চেয়েছি তা হল প্রতিটি বাবা মায়ের উচিত সন্তানদের সাঁতার শেখানো। কারণ জীবনে চলার পথে সাঁতার জানা খুবই অপরিহার্য। কখনও নদী অতিক্রম করতে হয় স্টিমার বা বোটে। এমনকী, উড়োজাহাজে গেলেও এমার্জেন্সি সমুদ্রে নামতে হয়। সেখানে তাঁদের দেওয়া হয় লাইফ জ্যাকেট। কিন্তু, কেউ যদি সাঁতার জানে তাহলে তাঁর ভাসতে সুবিধা হয় এবং রক্ষা পেয়ে যাবে। এই বার্তা আমি দিতে চেয়েছি যে যাঁরা এখনও সাঁতার জানেন না তাঁদের শিখে নেওয়া উচিত।'

    উড়োজাহাজে গেলেও এমার্জেন্সি সমুদ্রে নামতে হয়ডা: সুভাষ সরকার

    এই অভিনব প্রচারে যখন খুশি দলীয় কর্মীরা, তখন কটাক্ষ শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের কণ্ঠে। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, ‘ফলাফল যে ভালো হবে না, তা বুঝতে পেরেছেন BJP-র প্রার্থী। তাই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের থেকে নজর ঘোরানোর জন্য এই সমস্ত স্টান্ট করছে। মোদী জমানাতে রেকর্ড বৃদ্ধি পেয়েছে বেকারত্ব। এই অবস্থায় সাধারণ যুবকরা কাজ চাইছে। গ্যাসের দাম কমানো হোক চাইছে। কিন্তু, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা না করে BJP প্রার্থী সাঁতার কাটছেন। হয়তো তিনি এই গরমে নিজে স্বস্তি পেতে চাইছেন।’

    উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও অভিনবভাবে প্রচার করতে দেখা গিয়েছিল ডা. সুভাষ সরকারকে। তিনি এক রোগীর ড্রেসিং করেন নিজের হাতে। সেই সময় এই প্রার্থী বলেছিলেন, ‘দলীয় কর্মীদের মারফত জানতে পারি ওর ড্রেসিং করার প্রয়োজন রয়েছে। তাই প্রচারের ফাঁকে ওর ড্রেসিং করে দিয়েছি। ও এখন ভালো আছে। আশা করছি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।’
  • Link to this news (এই সময়)