• তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে, নিজ্জর খুনের অভিযোগে তিন ভারতীয় নাগরিক গ্রপ্তার প্রসঙ্গে বললেন জয়শঙ্কর...
    আজকাল | ০৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কানাডায় গ্রেপ্তার তিনজন ভারতীয় নাগরিক। তাঁদের বিরুদ্ধে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের অভিযোগ রয়েছে। ধৃতরা সকলেই হিট স্কোয়াডের সদস্য বলে দাবি করেছে সেদেশের পুলিশ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, কানাডার পুলিশ এবিষয়ে দিল্লিকে কী তথ্য দেয় সেজন্য অপেক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর। জঙ্গি সংগঠন খালিস্তান টাইগার ফোর্সেটর প্রধান ছিল সে। এই খুনের মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে তিন ভারতীয়কে। ধৃতদের নাম করণ ব্রার, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। সেখানকার প্রশাসন জানিয়েছে ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। কানাডা সরকার ধৃতদের সঙ্গে ভারত সরকারের যোগ খতিয়ে দেখছে। অন্যদিকে জয়শঙ্কর বলেছেন, ধৃতরা আপাতভাবে কোন দলের সঙ্গে যুক্ত ভারতীয় পুলিশ কী জানায় সেজন্য অপেক্ষা করা হচ্ছে। কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছে, কানাডা সরকার তদন্ত চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করেছে। এটা কানাডার অভ্যন্তরীণ বিষয়। এবিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।  
  • Link to this news (আজকাল)