• তাপপ্রবাহ থেকে সাময়িক রেহাই, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কালবৈশাখীর সতর্কতা ...
    আজকাল | ০৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্র তাপপ্রবাহ থেকে সাময়িক রেহাই পাবে বাংলা। ইতিমধ্যেই জেলায় জেলায় নিম্নমুখী তাপমাত্রার পারদ। রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গলবার। রবিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম বজায় থাকবে। আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।সোমবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে।মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা। রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আজকাল)