• ‌রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চাইল তদন্তকারী দল
    আজকাল | ০৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌। ডিসি (‌সেন্ট্রাল)‌ ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট জনের তদন্তকারী দলের তরফে রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে জানা গেছে। রাজভবনের ওসির কাছে এ নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে শুক্রবার। এমনকী রাজভবনের বিভিন্ন কর্মীদের সঙ্গেও এ বিষয়ে কথা বলার পরিকল্পনাও নিয়েছে তদন্তকারী দল। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল। আপাতত কলকাতার বাইরে রয়েছেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কথা বলতে তদন্তকারী দল শুক্রবার রাজভবনে গিয়ে কর্মরত কয়েক জনের সঙ্গে কথা বলেছে। প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। 
  • Link to this news (আজকাল)