• বালি পাচার রুখতে গিয়ে খুন এএসআই! গ্রেপ্তার ২
    বর্তমান | ০৫ মে ২০২৪
  • ইন্দোর, ৫ মে: ডাবল ইঞ্জিনের সরকার। অথচ বালি পাচার রুখতে গিয়ে প্রাণ খোয়ালেন এক পুলিস আধিকারিক। মধ্যপ্রদেশের শাহদোল জেলার এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। শাহদোল জেলার বাদোলি গ্রামে অবৈধভাবে বালি খাদান চলছে। সেই খবর ছিল পুলিসের কাছে। তাই ওই বালি মাফিয়াদের ধরতে গোপনে দুই কনস্টেবলকে নিয়ে অভিযানে যান এএসআই মহেন্দ্র বাগড়ি। বাদোলি গ্রামে একটি খাদানে পৌঁছে তিনি দেখেন ট্রাক্টরে করে রাশি রাশি বালি পাচার করা হচ্ছে। সেইরকমই একটি ট্রাক্টর আটকাতে এগিয়ে যান ওই পুলিস আধিকারিক। অভিযোগ, ওই ট্রাক্টরের চালক গাড়ি না থামিয়ে সোজা এএসআইয়ের উপর দিয়ে চালিয়ে দেয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এএসআই মহেন্দ্র বাগড়ির। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বালি মাফিয়ারা সতর্ক হয় ও এলাকা ছেড়ে পালিয়ে যায়। অপরদিকে প্রাণ বাঁচাতে দ্রুত ওই এলাকা ছেড়ে পালিয়ে আসেন দুই কনস্টেবল। খবর পেয়ে নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ পুলিস। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ট্রাক্টর চালক রাজ রাওয়াতকে। এছাড়াও ট্রাক্টর মালিকের ছেলে আশুতোষ সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরের মালিক সুরেন্দ্র সিংয়ের খোঁজ পেতে ৩০ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)