• নাগরিকত্ব ও মোদি পদবি মামলা ইস্যুতে রাহুলের মনোনয়ন বাতিলের দাবি!
    বর্তমান | ০৫ মে ২০২৪
  • নয়াদিল্লি, ৫ মে: গান্ধী পরিবারের ‘গড়’ রায়বেরিলিতেই প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাড়ের পর লোকসভা ভোটে দ্বিতীয় কেন্দ্রে থেকে লড়ছেন তিনি। আর তাতেই কী চিন্তা বাড়ছে বিজেপির? উত্তরপ্রদেশে বিজেপিকে জোর ধাক্কা দিতে জোট বেঁধেছে সপা নেতা অখিলেশ ও কংগ্রেস। তারপর থেকেই রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে আমেঠির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। তার মঝেই এবার রাহুলের মনোনয় বাতিলের জন্য কমিশনের দ্বারস্থ অনিরুদ্ধ প্রতাপ সিং নামের এক ব্যক্তি। উত্তরপ্রদেশের রায়বেরিলি আসন থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী। গত শুক্রবার জমা দিয়েছেন মনোনয়ন। তারপরেই রাহুলের বিরুদ্ধে দুটি অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবি জানালেন অনিরুদ্ধের আইনজীবী অশোক পান্ড। তিনি এই বিষয়ে জেলাশাসকের কাছে অভিযোগও করেছেন। অনিরুদ্ধের আইনজীবীর দাবি, মোদি পদবি মামলায় সুরাতের আদালত রাহুলকে দু’বছরের সাজা দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সাজায় স্থগিতাদেশ দিলেও কংগ্রেস নেতা যে ফের নির্বাচনে লড়তে পারবেন সেটা উল্লেখ করেনি দেশের সর্বোচ্চ আদালত। এছাড়াও ২০০৬ সালে রাহুল নিজেই জানিয়েছিলেন তিনি ব্রিটিশ নাগরিক। তাই একজন ব্রিটিশ নাগরিক ভারতের নির্বাচনে লড়তে পারে না। তাই রাহুলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন অনিরুদ্ধের আইনজীবী। যদিও এই অভিযোগ সত্য নয় বলেই জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। কেরলের ওয়েনাড়ে প্রার্থী হয়ে দিব্যি ভোটে লড়েছেন রাহুল। রায়বেরিলিতেও কোনও সমস্যা হবে না বলে বিশ্বাস হাত শিবিরের।
  • Link to this news (বর্তমান)