ফলের আশায় জল! রবিবাজারে 'পুড়ল' আড়াই লক্ষ টাকা...
২৪ ঘন্টা | ০৫ মে ২০২৪
রণয় তিওয়ারি: একদিকে থাকেন আইপিএস রা। পাশেই বসবাস শিল্প পতিদের।অত্যন্ত হাই সিকিউরিটি এলাকা। রাতের অন্ধকারে সেখানেই আগুন লাগল একটি ফলের দোকানে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরের ভেল ভেডিয়ার রোডে।
ফল বিক্রেতা জানান, তিনি খবর পেয়ে এসে দেখেন, তাঁর দোকানে আগুন লেগেছে। এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে তাঁর দোকান। তারপরই খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এত বছরের ব্যাবসায় কখনও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁকে।
এখন প্রশ্ন উঠছে এরকম ধরনের হাই এলার্ট এলাকা, যেখানে আইপিএস বা শিল্পপতিরা বসবাস করচেন, সেখানে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়াটা বেশ চিন্তার। ফল বিক্রেতা যদিও বলেছেন আশেপাশের বাড়ি গুলিতে লাগানো সিসিটিভির ফুটেজ চেক করবেন তিনি। সেখান থেকেই জানতে পারা যেতে পারে কে আগুন লাগিয়েছে। যদিও প্রশ্ন উঠেছে, ঘটনা ঘটার সময় কী করে কারোর চোখে পড়লো না কে আসলে এই কাজটি করেছে। কারা এই কাজ করেছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে আলিপুর থানার পুলিস।