গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। সাত দফায় এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিভিন্ন অপিনিয়ন পোল সামনে আসছে। সেখানে দেশে এবার কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্টতা পেতে পারে তার আভাস দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলায় ৪২টি আসনের মধ্যে কোনটি কাদের দখলে যাবে, তাও উঠে আসছে সমীক্ষায়।এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গণশক্তির নামে একটি সমীক্ষার গ্রাফিক্স ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে ৩১টি পাবে সিপিএম। কিন্তু, এই সমীক্ষা সংক্রান্ত পোস্টটি সম্পাদিত, আসল নয়।
ঠিক কী ভাইরাল হয়েছে?
সম্প্রতি 'গণশক্তি এক্সিট পোল' সংক্রান্ত একটি গ্রাফিক্স সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলায় সিপিএম পাবে ৩১টি আসন, তৃণমূল পাবে ৭টি আসন, বিজেপি ৩টি এবং অন্য়ান্যরা ১টি আসন। একজন নেটিজেন এই গ্রাফিক্স পোস্ট করে লিখেছেন, 'ওহ আচ্ছা!' অপর এক ফেসবুক ব্যবহারকারী এই গ্রাফিক্স শেয়ার করে লিখেছেন, 'BOLCHI SURVEY TA KI CHAINA TOWN AE GIEA KORECHE ... ZERO AR THREE TA CHANGE KORTE HOBE' (বানান অপরিবর্তিত)।
এই ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করে ইন্ডিয়া টুডে। সেখানেই দেখা যায় গণশক্তি পত্রিকার এই ভাইরাল পোস্টের গ্রাফিক্সটি ভুয়ো এবং সম্পাদিত।
এই পোস্টটি ভাইরাল হয়েছে
তদন্তে ঠিক কী উঠে এসেছে?
গণশক্তি পত্রিকার নাম করে যে গ্রাফিক্সটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা বেশ সন্দেহজনক। কারণ সেখানে লেখা 'এক্সিট পোল'। ভোটদানের পর ভোটারদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সমীক্ষার ফল তৈরি করা হয়। কিন্তু, বাংলায় এখনও শুধু দুই দফার ভোট হয়েছে। সেক্ষেত্রে কী ভাবে ৪২ দফার ফলাফল তুলে ধরা হল?পাশাপাশি কমিশনের নিয়ম মোতাবেক সমস্ত দফার নির্বাচন সম্পন্ন না হলে এক্সিজ পোলের ফলাফল প্রকাশ করা যায় না। সেই দিকে দেখতে গেলে বাংলায় এখনও পাঁচ দফার ভোট গ্রহণ বাকি রয়েছে। এর থেকেই অনুমান করা যায় যে গ্রাফিক্সটি ভুয়ো।
তবে ওপিনিয়ন পোল আগেই করা যায়। কিন্তু, কি ওয়ার্ড সার্চে এটা স্পষ্ট যে গণশক্তির কোনও অপিনিয়ন পোলও করেনি। তবে অন্যান্য সংবাদ মাধ্যমের অপিনিয়ন পোল সামনে এসেছে। বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির অপিনিয়ন পোলে বামেদের কোনও আসন দেওয়া হয়নি বাংলায়।
এই বিষয়ে ইন্ডিয়া টুডের তরফে গণশক্তির সম্পাদক শমীক লাহিড়ির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এই গ্রাফিক্স যেখানে গণশক্তির নাম ব্যবহার করা হয়েছে তা ভুয়ো। গণশক্তি পত্রিকা কোনও নির্বাচনেই এই ধরনের সমীক্ষা করে না বলে জানান তিনি।
উপসংহার
এর ফলে এটা স্পষ্ট যে গ্রাফিক্সটি ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেয়ার করা হচ্ছে।
(This article was originally published by Aaj Tak Bangla and later edited and translated by Ei Samay Digital)