'ফেকু' পাকিস্তান! ভারতকে দেখাতে মিথ্যে মুন মিশন, চটে লাল জনতা
এই সময় | ০৫ মে ২০২৪
ভারত এক দশক আগে চাঁদে চন্দ্রযান উৎক্ষেপণ করেছিল। চন্দ্রযান ছিল একটি মিশন এবং একটি স্যাটেলাইট। চন্দ্রযান ২-এর অধীনে যখন একটি ল্যান্ডার পাঠানো হয়েছিল, ভারত তাতে সফল হয়নি। ভারতের চন্দ্রযান-২ ব্যার্থ হলে পাকিস্তানিরা হতাশ হয়ে পড়ে। কিন্তু চন্দ্রযান-৩-এর সাফল্যে ভারত তার শক্তি দেখিয়েছে। পাকিস্তানের জনগণ এখন তাদের নেতাদের তিরস্কার করছে। কারণ শুক্রবার একটি চিনা রকেট ব্যবহার করে চাঁদের জন্য একটি ছোট উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। এই মিশনের জন্য পাকিস্তানের জনগণ রীতিমতো ক্ষুব্ধ।পাকিস্তানি জনগণ বিশ্বাস করে যে তাদের সরকার মহাকাশে ভারতের সাথে প্রতিযোগিতা করার নামে মিথ্যা বলছে। পাকিস্তানিরা বলছে এটা একটা প্রোপাগন্ডা মিশন। কারণ স্যাটেলাইটের কোথাও পাকিস্তানের পতাকা ছিল না। লা চিনে উৎক্ষেপণের সময় কোনো পাকিস্তানি বিজ্ঞানী সেখানে উপস্থিত ছিলেন না।
ইলি রাজা নামে এক ব্যক্তি বলেন, ‘পাকিস্তানের অক্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক সমস্যা মেটাতে হবে।’
ফারহান বালোচ নামে এক ব্যক্তি বলেছেন, এই মিশনে পাকিস্তানের ভূমি ব্যবহার করা হয়নি বা পতাকাও কোথাও দেখানো হয়নি।
পাকিস্তানের মিশন ভুয়ো?ফারহান বালোচ আরও বলেছেন, ‘চিন এই মিশনটি করেছে, কিন্তু পাকিস্তান নিজেরনাম করেছে। কিন্তু এক্ষেত্রে আমরা কিছুই করিনি। যখনই কোনো দেশ ভালো কাজ করে, তখনই পাকিস্তান তার নাম নিয়ে আসে।’
ভারতের চন্দ্রযান মিশন কি তাহলে ভুয়ো?এই প্রসঙ্গে ফারহান আরও বলেছেন যে মিশনে ভারতের পতাকা দেখা গেছে। তিনি প্রমাণ দিয়েছেন। আমরা কোনও প্রমাণ দিইনি। ভারত তার নিজস্ব রকেট দিয়ে এটিকে নিজ দেশে উৎক্ষেণ করেছিল। আমরাচিনে গিয়ে এটা করেছি। এই পুরো মিশনটাই জাল।
পাকিস্তানের মিশন কেমন?পাকিস্তানের মানুষ জিজ্ঞেস করেছিল, রকেটটা চিনের জামিটা চিনের বিজ্ঞানীদের। তাহলে এই মিশনটা পাকিস্তানের হলো কী ভাবে? কৌতুক করে পাকিস্তানের নাম করতে গিয়েছিলেন। আওয়াইস নামে এক ব্যক্তি বলেন, গণ মাধ্যমে শুধু কথা বলা হচ্ছে। কিন্তু পাকিস্তানের কোনও স্যাটেলাইট কমই উৎক্ষেপণ করা হয়নি। তাদের কারণে দেশ চলছে না আর তারা চাঁদে যাবে? তিনি আরও বলেন, পাকিস্তানের কোনও বিজ্ঞানী চিনে যাননি, রকেটে আমাদের পতাকাো দেখা যায়নি, তাহলে আমরা কীভাবে ধরে নিই যে এই মিশন হয়েছে?
আরেকজন বলেছেন, এটা শুধু ভারতকে দেখানোর জন্য যে পাকিস্তানও চাঁদে গিয়েছে। মুসলিম দেশগুলোর কাছে ঋণ চাইতে পাকিস্তান এটা করছে।