কংগ্রেস এবং সাংসদ রাহুল গান্ধী উভয়কেই নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, 'কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যে ক্ষিপ্রতা নেই। আর তাই এখন নির্বাচনী লাভের জন্য হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করার চেষ্টা করে আগুন নিয়ে খেলছেন। প্রতিরক্ষা মন্ত্রী এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে, অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড-ইউসিসি) এবং এক দেশ, এক নির্বাচন-এর মতো বড় বিষয়গুলির বাস্তবায়ন করবে। এনডিএ ৪০০ আসনের গণ্ডির পারের পাশাপাশি বিজেপির ৩৭০ আসন বেড়া টপকাবে অনায়াসে বলে আত্মবিশ্বাসী রাজনাথ।'কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র একটি ভোটব্যাঙ্ক হিসাবে দেখে...'
সমগ্র রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক সম্প্রীতি নষ্ট করার এবং ধর্মের ভিত্তিতে দেশে উত্তেজনার পরিস্থিতি তৈরির অভিযোগে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেসকে৷ তিনি বলেন, 'নির্বাচনী লাভের জন্য ওরা হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। কংগ্রেস ধর্মীয় কারণে উত্তেজনা তৈরির চেষ্টা করছে।' বলেন, 'কংগ্রেস সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চায়। ওরা মুসলিম সম্প্রদায়কে শুধু ভোটব্যাংক হিসেবে দেখে। আমি ওদের পরামর্শ দিতে চাই- শুধু সরকার গঠনের জন্য রাজনীতি করা উচিত নয়। রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জাতি গঠন।'
দক্ষিণে দলের ধার থাকবে, তবে মহারাষ্ট্র নিয়ে মুখ খুললেন না রাজনাথ
রাজনাথ সিং, 'রাহুল গান্ধীর মধ্যে কোনও ক্ষিপ্রতা নেই, কিন্তু কংগ্রেস আগুন নিয়ে খেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন এবং গত পাঁচ বছরে সরকারের পারফরম্যান্সের ভিত্তিতে বিজেপির আসন সংখ্যায় উল্লেখযোগ্য উন্নতি হবে। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আমাদের আসন বাড়বে এবং তামিলনাড়ুতে আমরা কিছু আসন পাব। কেরালাতেও আমরা খাতা খুলতে পারব। অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানাতেও আমরা বেশি সংখ্যক আসন জিতব।' এরপরেই রাজনাথ বলেন, 'বিজেপি এবার ৩৭০ আসনের গণ্ডি পেরিয়ে যাবে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং অসমেও আমাদের আসন বাড়বে। আমরা ছত্তিশগড়ের সবক'টি আসনেই জিতব। বিজেপি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশে ৭৫টি আসন জিততে প্রস্তুত।' মহারাষ্ট্রে বিজেপির আসন কমবে কিনা জানতে চাইলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি।
'তৃতীয় মেয়াদে, ইউসিসি এবং এক দেশ, এক নির্বাচনের উপর জোর দেওয়া হবে'
বিজেপির বর্ষীয়ান নেতা সম্পদের পুনর্বণ্টনের পরিকল্পনা নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন। রাজনাথ সিং বলেন, 'দেশের অর্থনীতিতে বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। রাজনাথ সিং বলেন, 'সম্পদ পুনর্বণ্টনের ধারণা মন্দার দিকে নিয়ে যাবে। আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলাতে ঠিক এই রকম পরিস্থিত তৈরি হয়ে দুর্ভাগ্যজনক পরিণতি ভোগ করছে। বিনিয়োগকারীরা ভারতের প্রতি আস্থা হারাবেন। বিজেপি ক্ষমতায় ফিরে আসার পরে UCC এবং এক দেশ এক নির্বাচন-এর মতো বড় পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিজেপি ভারতের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে। বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে ক্ষমতায় ফিরলে UCC বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এক জাতি, এক নির্বাচন-এর বাস্তবায়নের প্রত্যয় নিয়ে দল এগিয়ে যাবে।'
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথায়, 'কংগ্রেস ভয়ের পরিবেশ তৈরি করতে চায়, ওরা হিন্দু-মুসলিম তরজা করে সাম্প্রদায়িক সম্প্রতী নষ্ট করতে চায়। ওদের নিজেদের কোনও সমস্যা নেই। ওরা জাতি, বর্ণ ও ধর্মের নামে সমাজকে বিভক্ত করে সরকার গঠন করতে চায় এবং বরাবরই ওরা তাই করেছে।' লোকসভা নির্বাচনের প্রথম দুই ধাপে ৬৬ থেকে ৬৭ শতাংশের কম ভোটদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিং বলেন, ' এটি বিজেপির জন্য উদ্বেগের বিষয় নয়। বিরোধী দলগুলো তাদের সমর্থকদের ভোট দিতে উৎসাহ দিতে পারছে না।'