• BJP-র 'সনাতন বিরোধী তৃণমূল' বিজ্ঞাপন নিয়ে সুর চড়ালেন মমতা, আইনি পদক্ষেপের সিদ্ধান্ত
    এই সময় | ০৫ মে ২০২৪
  • শনিবার BJP-র তরফে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয় বিভিন্ন সংবাদপত্রে। যার শিরোনাম ছিল 'সনাতন বিরোধী তৃণমূল'। এই বিজ্ঞাপন নিয়ে নাগরিক সমাজের একাংশ আগেই অভিযোগ তুলেছিল। এবার বিষয়টি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।রবিবার তিনি বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে এসে বলেন, 'মিথ্যা কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। আর নির্বাচন কমিশন বিজেপির কমিশন হয়ে কিছু দেখছে না, শুনছে না। ওরা বিচার না করলে আমরা আইনি পদক্ষেপ করব। একজন আইনজীবী বলেছেন এই বিজ্ঞাপন নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। যে কাগজগুলি এটা ছাপিয়েছে টাকার জন্য তারাও ভুল করেছে। আর যারা আপনাদের দিয়ে ভুল বলিয়ে নিচ্ছেন তাঁরাও ভুল করেছে।'

    এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম আমরা মেনে চলি। আর আপনারা কাকে সম্মান করেন? ছয়টা মায়ের মূর্তির নাম বলুন তো?' মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'ধর্ম নিয়ে আমার সঙ্গে চর্চা করতে যাবেন না। একটা দুষ্টু লোক, বাজে লোক, খতরনাক লোক, সন্ত্রাসের কারিগর, খুনিদের কারিগর, তাঁর কাছে আমায় ধর্ম শিখতে হবে? আমি এই কথাগুলো বলতাম না। কিন্তু, আপনারা এত কুকথা যদি লিখিতভাবে কোনও প্রমাণ ছাড়া না বলতেন।' এদিন যে সমস্ত সংবাদ মাধ্যম এই বিজ্ঞাপন ছাপিয়েছিল তাদেরও তুলোধনা করেন তিনি।

    বিজ্ঞাপনের দাবিগুলিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সবকিছু ভুল, কুৎসা।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘কেষ্ট আজ জেলে থাকলেও মনে করি এই ছেলেটা জেলার উন্নয়ন হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর চারটে সেতু এখানে আমরা তৈরি করে দিয়েছিলাম। BJP সাজিয়ে গুজিয়ে কেস করেছে। একদিন না একদিন বেরোবে। অরবিন্দ কেজরিওয়াল, হিমন্ত সোরেনকেও তো গ্রেফতার করেছে। হাতে CBI ইনকাম ট্যাক্স রয়েছে,জুডিশিয়ারিও অনেকটাই কিনে নিয়েছে। কেস সাজাচ্ছে আর করছে।’

    তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ‘সন্দেশখালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন। ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন। কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল। মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, মায়েদের আত্মসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাংলাদেশের মায়েদের অপমান করবেন না, সতর্ক করে দিচ্ছি।’

    মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘তো আপনাদের যাঁরা দোসর তাঁদের ছেলেমেয়েদের সম্পত্তি এত দ্রুত কী ভাবে বাড়ল? ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই কেন গুজরাটে হয় সারা ভারতবর্ষে হয় না।’
  • Link to this news (এই সময়)