• Sandeshkhali Viral Video : ‘প্রধানমন্ত্রী কি জানতেন?’ সন্দেশখালি নিয়ে দিল্লিতে সরব তৃণমূল, খোঁচা কমিশনকেও
    এই সময় | ০৬ মে ২০২৪
  • সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই বিজেপিকে আক্রমণের মাত্রা বাড়িয়েছে তৃণমূল। রবিবার দিল্লি থেকেও বিষয়টি নিয়ে কড়া আক্রমণ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী কি বলবেন? তিনি কি ষড়যন্ত্রের বিষয়টি আদৌ জানতেন? প্রশ্ন তুললেন শশী পাঁজা, সাখেত গোখেলরা।রবিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। সেখানেই সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ফাঁস হওয়া ভিডিয়ো ক্লিপ নিয়ে সোচ্চার হন তৃণমূলের প্রতিনিধিরা। সাংবাদিক বৈঠকে সাগরিকা বলেন, ‘‘আমরা মনে করছি এর সঙ্গে বিজেপির জাতীয় স্তরের নেতারাও জড়িত। প্রধানমন্ত্রী নিজে গিয়ে নির্বাচিনী প্রচারে সন্দেশখালি নিয়ে কথা বলেছেন। উনি কি জানতেন সন্দেশখালিতে আসলে কী হয়েছে?’ তাহলে প্রধানমন্ত্রী জেনেশুনে মিথ্যা বলছেন? প্রশ্ন তোলা হয় সাংবাদিক বৈঠকে।

    তবে, শুধু প্রধানমন্ত্রী নয়, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। সন্দেহখালীর ঘটনার পর রাজ্যে একাধিক কমিশন গিয়েছে। সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে। এরপরেও এই ঘটনা যে ‘সাজানো’ সেই তথ্য বাইরে এসেছে। অথচ, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন তোলা হয় তৃণমূলের তরফে।

    Kunal Ghosh on Sandeshkhali Viral Video : 'বাংলার পাঁচ কোটি মহিলাকে অপমান-সাজানো নাটক', সন্দেশখালি কাণ্ডে তোপ কুণালের

    তৃণমূলের সাংসদ সাখেত গোখলে বলেন, ‘মানবাধিকার কমিশন থেকে শুরু করে আদিবাসীদের অধিকার রক্ষার কমিশন, জাতীয় মহিলা কমিশনও সবাই সন্দেশখালি গিয়েছিল। লোকসভা নির্বাচন চলাকালীন বাংলার নানা ঘটনা নিয়ে নির্বাচন কমিশন সক্রিয়। অথচ এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ০১৮ ঘণ্টা কেটে গেলেও কমিশন কোনও পদক্ষেপ করেছে কি? না করলে কেন করা হয়নি? সন্দেশখালির ঘটনা কি ভোটকে প্রভাবিত করেনি? প্রশ্ন তোলেন তাঁরা।

    উল্লেখ্য, গতকাল শনিবার সন্দেশখালি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ্যে আসে। সেখানে তাকে বলতে শোনা যায়, সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা সাজানো। অর্থের বিনিময়ে একাধিক মহিলাকে দিয়ে এই কথা এবং অভিযোগ দায়ের করানো হয়েছে। সন্দেশখালির একাধিক বিজেপি নেতৃত্ব এর সঙ্গে জড়িত। এই ভিডিয়ো গতকালই বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে জাতি স্তরে প্রতিবাদে সোচ্চার হতেই এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করা হয় বলেই ধারণা রাজনৈতিক মহলে।
  • Link to this news (এই সময়)