আগে ফোনে কথা বলেছিলেন, আর এবার সরাসরি সংবাদমাধ্যমে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে লড়াই করার বিষয়ে রেখার সঙ্গে কী আলোচনা হয়েছে তাও তুলে ধরলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাংলায় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।রেখার সঙ্গে কী কথা হয় মোদীর?টিভি ৯ বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমরা রেখা পাত্রকে টিকিট দিয়েছি। টিকিট দেওয়ার পর রেখা পাত্রকে ফোন করেছিলাম। আমি বলেছিলাম, দিদি আপনার কাছে তো টাকা নেই, তাহলে আমরা একটা কাজ করব, মানুষের কাছে যাব, বলব রেখা দিদির জন্য একটা ভোট দিতে হবে, একটা টাকাও দিতে হবে। আমায় রেখা বললেন, আমি টাকা চাইবো না, হাতজোড় করে ভোট চাইবো। আমার টাকা দরকার নেই। যে বাংলায় এই নারী শক্তি রয়েছ, সেই বাংলা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।'
আগে কথা হয় ফোনেপ্রসঙ্গত, এর আগে রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। ফোনে নরেন্দ্র মোদী রেখাকে জিজ্ঞাসা করেন, 'আপনার প্রার্থী হয়ে কেমন লাগছে? রেখা পাত্র তার প্রত্যুত্তরে জানান, ভালো লাগছে।' সন্দেশখালির গ্রামীণ মহিলাদের মধ্যে থেকে একজনকে প্রার্থী করার জন্য প্রধামন্ত্রীকে ধন্যবাদও জানান রেখা। তিনি বলেন, 'আপনার (প্রধানমন্ত্রীর) আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রয়েছে, আমাদের সন্দেশখালির মা-বোনদের কাছে আপনি ভগবানের মতো।'
সেই কথপোকথনের সময় প্রধানমন্ত্রীর কাছে রেখা অভিযোগ করেন, গত ২০১১ সাল থেকে তাঁরা ভোট দিতে পারেননি। প্রধানমন্ত্রীর কাছে রেখা আর্জি জানান, এবার যেন সন্দেশখালির মানুষ ঠিক মতো ভোট দিতে পারে। রেখার কথা শুনে মোদী পালটা জানান, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে, এবং কমিশন নিশ্চয় যথাযথ ব্যবস্থা নেবে। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই বিষয়ে কমিশন উপযুক্ত পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এদিকে ইতিমধ্যেই ফের একবার নতুন করে শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। একটি ভাইরাল ভিডিয়োকে কেন্দ্রে করে সন্দেশখালির ঘটনা 'বিজেপির চক্রান্ত' বলে অভিযোগ করেছে তৃণমূল। যদিও তৃণমূলের সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। এমনকী ওই ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, বিজেপির সেই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দাবি এআই-কে কাজে লাগিয়ে তাঁর মুখ ও গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে।