• Narendra Modi At Ram Mandir : ভোটের মাঝে রাম মন্দিরে মোদী, রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম! দেখুন ভিডিয়ো
    এই সময় | ০৬ মে ২০২৪
  • দিনটা ছিল ২২ জানুয়ারি, ২০২৪। ধুমধাম করে উদ্বোধন হয়েছিল অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। তাঁর হাতেই হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ঠিক তার সাড়ে তিন মাসের মাথায় ফের একবার রামধামে নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের মাঝে রামলালার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। সেই ছবি মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল।

    নিষ্ঠাভরে দণ্ডবত প্রণাম করলেন রামলালা। প্রধানমন্ত্রীর সেই মুহূর্তের ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন। এরপর অযোধ্যায় একটি বিশাল রোড শোয়ে অংশ নেন নরেন্দ্র মোদী। তাঁকে দেখার জন্য রাস্তার দু'পাশে উপচে পড়ে ভিড়। ফুলের পাপড়ি দিয়ে তাঁকে স্বাগত জানান কর্মী-সমর্থকরা। ওঠে জয় শ্রীরাম স্লোগানও।

    এদিন অযোধ্যায় সুগ্রিব ফোর্ট থেকে লতা চক পর্যন্ত নরেন্দ্র মোদীর রোড শো। ৪০টি আলাদা আলাদা ব্লক ভাগ করা হয়েছে এই রোড শোয়ের জন্য। নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

    উত্তর প্রদেশের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আগামী পাঁচ বছর কেবলমাত্র নয়, ২৫ বছরের জন্য পরিকল্পনা করে যাচ্ছি। মোদী থাকুন বা না থাকুক, দেশে সর্বদা থাকবে। ১০ বছরের প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। আমি পরিশ্রম করেছি। সততার সঙ্গে কাজ করেছি। কেবলমাত্র আগামী পাঁচ বছরের জন্য কাজ করছি না, ২৫ বছরে দেশকে উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। সেই প্রক্রিয়ার শিলান্যাস করে দিয়ে যাব আমি। আমার তো কেউ নেই। যোগীও এমন আর মোদীও এমন। আমাদের তো আর সন্তান সন্ততি নেই। তাই আপনাদের সন্তানদের জন্যই সমস্তটা রেখে যাচ্ছি...।'

    অন্যদিকে আবার, কংগ্রেসের মুসলিপ্রীতি নিয়ে ফের তোপ দাগেন নমো। তাঁর বিস্ফোরক দাবি, 'কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চাইছে।' উত্তর প্রদেশের নির্বাচনী জনসভা থেকে বলেন, 'কংগ্রেসের ইস্তেহারে স্বাধীনতা পূর্ববর্তী মুসলিম লিগের ছাপ স্পষ্ট। ৭৫ বছর আগে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং খোদ প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্পষ্ট বলেছিলেন এ দেশে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হবে না। কিন্তু, আজ কংগ্রেস এবং ইন্ডি জোট চাইছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হোক। ধর্মের ভিত্তিতে ফের একবার দেশভাগ করতে উদ্যত ওরা।'
  • Link to this news (এই সময়)