Fact Check: 'কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণে আহ্বান জানাবে'! ভাইরাল ভিডিয়ো ভুয়ো, জানুন সত্যিটা
এই সময় | ০৬ মে ২০২৪
লোকসভা নির্বাচন চলছে দেশজুড়ে। এই আবহে একাধিক ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়য়। সোশ্য়াল মিডিয়াকে অস্ত্র করে অনেকে নিজেদের ফায়দা তুলতে একাধিক ভিডিয়ো বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বা ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োর দাবির সত্য়তা নেই। কোনওটা আবার বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হয়েছে। বেশির ভাগ সময়ই সাধারণ মানুষ বুঝতে পারছেন না ভিডিয়োগুলির দাবি সত্যি নাকি মিথ্যা। কখনও কখনও অনেক মিথ্যা দাবিকেও সত্য ভেবে নিয়ে দেদার চলছে শেয়ার। আর যার ফলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্য়ে। অনুসন্ধানের মাধ্যমে এরকম একাধিক ভিডিয়োর দাবি মিথ্য়া বলে প্রমাণিত হয়েছে। কোনওটা আবার বিভ্রান্তিকর বা অর্ধসত্য় বলেও প্রমাণিত হয়েছে।সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় এক বাংলাদেশী মুসলিম ধর্মগুরুর ঘৃণ্য বক্তৃতা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ভারতের বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয় দাবি করা হয়েছে ঘটনাটি নাকি ভারতের লোকসভা নির্বাচনের সময়েই হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে তারা ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানাবে।' ২৬ সেকেন্ডের এই ভিডিয়োতে এক ব্যক্তিকে হিন্দুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য় করতে শোনা যায়।
ফ্যাক্ট চেক
ভিডিয়োটি কি ভারতের? লোকসভা নির্বাচনের সময় এমন কোনও ঘটনা ঘটেছে? ফ্য়াক্ট চেকে উঠে আসে সত্য়িটা। অনুসন্ধানে দেখা গিয়েছে ভিডিয়োটি ২০২১ সালের এবং এটি বাংলাদেশের। ভিডিয়োটির সঙ্গে ভারত বা কংগ্রেস দল কোনওটারই সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে সম্পূর্ণ বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে ভিডিয়োটি।
ইউটিউব চ্যানেল 'ডঃ সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারি' ৩০ এপ্রিল,২০২১ সালে ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পোস্ট করেছেন। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, 'ড. সৈয়দ ইরশাদ বুখারি বাংলাদেশের ভিলে নরসিংহানন্দ সরস্বতীকে মুবাহিলা চ্যালেঞ্জ দিয়েছেন।'
ক্যাপশনে ভিডিওটিতে থাকা ব্যক্তিটিকে ড. সৈয়দ ইরশাদ বুখারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মিনিটের ভিডিয়োটিতে তাঁকে হিন্দুত্ববাদী নেতা ইয়াতি নরসিংহানন্দ সরস্বতীর নবী মহম্মদ বিরোধী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুনতে যায়। ১ মিনিট ৩৫ সেকেটন্ড থেকে ৭ মিনিটের সময়কালে এই বক্তব্য পেশ করেছেন তিনি। এই মূল ভিডিয়োতে সৈয়দ বুখারি নরসিংহানন্দের সমালোচনা করেছেন এবং তাঁকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চ্যালেঞ্জ করেছেন।
সিদ্ধান্ত
এই ভিডিয়োটির সঙ্গে কংগ্রেস বা ভারতের কোনও সম্পর্ক নেই। বুখারি ভারত বা কংগ্রেস পার্টি সম্পর্কে কোনও কথাও বলেননি। এর থেকেই প্রমাণিত হল ভিডিয়োটি সম্পূর্ণ মিথ্য়া দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
(This article was originally published by Boom Live and later edited and translated by Ei Samay Digital)