’৪% মুসলিম সংরক্ষণ হবেই...', বিজেপির জোটসঙ্গীর গলায় ভিন্ন সুর
এই সময় | ০৬ মে ২০২৪
তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি প্রধান এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রবিবার রাজ্যের মুসলিম সম্প্রদায়কে চার শতাংশ সংরক্ষণ দেওয়া নিয়ে তাঁর অবস্থান পুনর্ব্যাক্ত করেছেন।এ বিষয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘শুরু থেকেই মরা মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণকে সমর্থন করছি এবং এটি অব্যাহত থাকবে।’ চন্দ্রবাবু নাইডু ধর্মভারমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন।
তেলেঙ্গানার জহিরাবাদে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়কদিন পর টিডিপি প্রধানের এই বক্তব্য এসেছে। অথচ দিনকয়েক আগেই একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে, তিনি ধর্মের ভিত্তিতে মুসলমানদের দলিত, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির কোটা দিতে দেবেন না।
চন্দ্রবাবু নাইডুর টিডিপি মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির নেতৃত্বে ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্ধ্র প্রদেশে গঠিত এনডিএ জোটের একটি অংশ। অভিনেতা থেকে রাজনীতিবিদ পবন কল্যাণের জনসেনাও এনডিএ জোটের একটি দল।
সে যাই হোক, এনডিএ অংশীদারদের যৌথ ইস্তেহারে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়ন। যেমনটি তার দুই দিন আগে চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছিলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে অন্ধ্র প্রদেশে ওয়াইএসআর-কংগ্রেস-বিরোধী মনোভাব ছিল, দাবি করে যে তাঁর দল রাজ্যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত।
তিনি আরও দাবি করেছেন যে, এনডিএ সাধারণ নির্বাচনে অন্ধ্র প্রদেশের ২৫ টি লোকসভা আসনের মধ্যে ২৪ টি এবং বিধানসভা নির্বাচনে ১৬০ টি আসন পাবে। দক্ষিণ রাজ্যে ১৩ মে ভোট অনুষ্ঠিত হবে এবং ৪ জুন ভোট গণনা হবে।
ইস্তাহারে স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য ছিল ‘সুপার সিক্স’ এর প্রবর্তন, গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালে়্জ মোকাবিলার লক্ষ্যে উচ্চাভিলাসী প্রস্তাবের একটি সেট। এই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে ১৯ থেকে ৫৯বছর বয়সী মহিলাদের জন্য ১.৫০০ টাকা মাসিক পেনশন, যুবকদের জন্য ২০ লক্ষ চাকরি তৈরী করা বা বিকল্পভাবে ৩,০০০ টাকা মাসিক বেকার সহায়তা প্রদান এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের ব্যাবস্থা করা।
গত সপ্তাহে চন্দ্রবাবু নাইডুও বলছিলেন যে অন্ধ্র প্রদেশে জোট ক্ষমতায় আসার সাথে সাথে মক্কায় আসা মুসলিম তীর্থযাত্রীদের জন্য ১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।
মুসলিম সম্প্রদায়ের সাথে আলাপকালে নাইডু বলেছিলেন, ‘রাজ্যে এনডিএ ক্ষমতায় আসার পরপরই হজ যাত্রায় মক্কায় আসা প্রত্যেক মুসলমানকে ১ লাখ টাকার সহায়তা দেওয়া হবে।’