• জাদেজার দাপটে পাঞ্জাবকে হারিয়ে তিনে উঠে এল চেন্নাই
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসকে হারিয়ে প্লে অফের দিকে আরও এক পা বাড়াল চেন্নাই সুপার কিংস। জয়ের ফলে ১১ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১২। তিন নম্বরে উঠে এল সিএসকে। রবিবার ধর্মশালায় দিনের প্রথম ম্যাচে ২৮ রানে জিতল চেন্নাই। ব্যাটে এবং বলে দলকে জেতালেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ৪৩ করার পর বল হাতে ৩ উইকেট তুলে নেন চেন্নাইয়ের অলরাউন্ডার। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে চেন্নাই। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। টসে জিতে ফিল্ডিং নেয় পাঞ্জাব। শুরুতে ঋতুরাজ গায়কোয়াড় (৩২), ড্যারেল মিচেল (৩০) ছাড়া কেউ রান পায়নি। প্রথম বলে শূন্য রানে ফেরেন শিবম দুবে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর জোড়া শূন্য। ছয় নম্বরে নেমে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা। ২টি ছয়, ৩টি চারের সাহায্যে ২৬ বলে ৪৩ রান করেন জাদেজা। এদিন চমক দেখাতে পারেননি ধোনি। প্রথম বলেই হর্ষল প্যাটেল বোল্ড করেন। ৯ উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। মাত্র ৯ রানে জোড়া উইকেট হারায়। নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টো (৭) এবং রিলি রোসুকে (০) ফিরিয়ে দেন তুষার দেশপান্ডে। নিয়মিত উইকেট হারাতে থাকে পাঞ্জাব। পার্টনারশিপ গড়েই ওঠেনি। ৯০ রানে ৮ উইকেট হারায় স্যাম করনের দল। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান প্রভসিমরন সিংয়ের। দুটি ছয় এবং চারের সাহায্যে ২৩ বলে ৩০ রান করেন । ছন্দে থাকা শশাঙ্ক সিং ২৭ রান করে আউট হন। একপেশে ম্যাচ জিতে প্লে অফের দিকে আরও একধাপ এগোল ধোনিরা। 
  • Link to this news (আজকাল)