• বিরাট, রোহিতদের ক্লাবে প্রবেশের হাতছানি কেএল রাহুলের সামনে...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরও একটি নজিরের সামনে কেএল রাহুল। বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও একের পর এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। রবিবার কেকেআর-লখনউ ম্যাচের আগে আরও একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে কেএল রাহুল। এবার সুযোগ থাকছে বিরাট কোহলি, রোহিত শর্মার এলিট ক্লাসে প্রবেশের। আর মাত্র ২৮ রান করলেই টি-২০ আন্তর্জাতিকে ৭৫০০ রান পূর্ণ করে ফেলবেন রাহুল। ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আজ তাঁদের এলিট ক্লাবে প্রবেশের হাতছানি রয়েছে রাহুলের সামনে। ২২২ টি-২০ ম্যাচ খেলে রাহুলের রান সংখ্যা ৭৪৭২। যে ফর্মে আছে লখনউয়ের নেতা, এই রান তাঁর কাছে কিছুই না। সুতরাং ধরা যেতে পারে, রবিবাসরীয় রাতে একানা স্টেডিয়ামে আরও একটি পালক যুক্ত হবে রাহুলের মুকুটে। ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি। ১২,৪৯৪ রান রয়েছে তাঁর। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নাইটদের মুখোমুখি এলএসজি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে কেকেআর। ১২ পয়েন্ট সংগ্রহ করে শ্রেয়সদের একধাপ নীচে তৃতীয় স্থানে রয়েছে লখনউ। আজ জিতে প্লে অফের দিকে আরও এক পা বাড়ানোই লক্ষ্য রাহুলদের। 
  • Link to this news (আজকাল)