• জোড়া শূন্য, বিশ্বকাপের দলে সুযোগ পেতেই ফর্ম উধাও শিবম দুবের ...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। হাতেগুনে ঠিক এক মাস পর মার্কিন মুলুকে অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। তার আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়ালেন শিবম দুবে। যাকে নিয়ে সপ্তাহ শেষে সাংবাদিক সম্মেলনে আশার বাণী শোনান অধিনায়ক রোহিত, সেই শিবমই ফের আতশকাঁচের নীচে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর এখনও রানের খাতা খুলতে পারেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটার। পরপর দু"ম্যাচে শূন্য। প্রথম বলেই আউট। তাও আবার স্পিনারের বোলিংয়ে।‌ আগের দিন তাঁর উইকেট নিয়েছিলেন হরপ্রীত ব্রার। এদিন নিলেন রাহুল চাহার। সাধারণত স্পিন ভাল খেলেন শিবম। মাঝের ওভারগুলোতে স্কোরবোর্ডে সচল রাখেন। হাতে বড় শট রয়েছে। অনায়াসেই ছক্কা হাঁকাতে পারেন। এইসবের সঙ্গে যুক্ত হয়েছিল চলতি আইপিএলের ফর্ম। যা বাঁ হাতিকে বিশ্বকাপের দলে সুযোগ করে দেয়। সাংবাদিক সম্মেলনে বড় মুখ করে রোহিত জানান, তাঁরা দুবের মতো একজনের সন্ধানে ছিল যে মাঝের ওভারগুলোতে রান সচল রাখতে পারবে। কিন্তু শিবমের শেষ দুটো ইনিংস দেখে হয়তো কপালে ভাঁজ পড়বে ভারত অধিনায়কের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুবেকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরই ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে গোল্ডেন ডাক করা নিয়ে কথা চলছে। তবে কাকতালীয়ভাবে দল ঘোষণার পর বিশ্বকাপের দলে থাকা অধিকাংশ ক্রিকেটারই ব্যর্থ। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবও। 
  • Link to this news (আজকাল)