• আবার মুখোমুখি ভারত-পাকিস্তান, মেয়েদের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই আবার একটি ভারত-পাকিস্তান ম্যাচ। রোহিতদের মেগা ইভেন্ট শুরুর এক মাস আগে আরও একটি টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত করল আইসিসি। মেয়েদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে আছে ভারত, পাকিস্তান। ৬ অক্টোবর বাংলাদেশের সিলেটে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৩ অক্টোবর শুরু মেয়েদের টি-২০ বিশ্বকাপ। ভারতের গ্রুপে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। গ্রুপের পঞ্চম দল এখনও ঠিক হয়নি। ৪ অক্টোবর হরমনপ্রীতদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৬ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচ। ৯ অক্টোবর যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে খেলবে ভারত। ১৩ অক্টোবর হরমনপ্রীতদের গ্রুপের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ২০ অক্টোবর। বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠবে। শ্রীলঙ্কা, আরব আমিরশাহি, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে থেকে দুটো দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলবে। এই গ্রুপের ম্যাচগুলো হবে ঢাকায়। এই নিয়ে দ্বিতীয়বার মেয়েদের বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশে। 
  • Link to this news (আজকাল)