• প্লে অফ নিশ্চিত করতে আজ লখনউয়ে নামবে গম্ভীরের নাইটরা
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১২ বছরের অভিশাপ কাটিয়ে ওয়াংখেড়েতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দু"নম্বরে নাইটরা। প্লে অফের থেকে মাত্র একধাপ দূরে। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেই রাজস্থান রয়্যালসের পর প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলবে কেকেআর। আজ লখনউয়ে সেই উদ্দেশেই নামবে গৌতম গম্ভীরের দল। তবে লড়াইটা যে খুব সহজ হবে না সেটা বলাই বাহুল্য। গত তিন বছরে লখনউকে হারাতে পারেনি নাইটরা। কিন্তু গম্ভীর দল বদলাতেই পরিসংখ্যান পাল্টে গিয়েছে। বদলে গিয়েছে ট্রেন্ড। কেকেআরের বিরুদ্ধে অপরাজেয় তকমা খুইয়েছে কেএল রাহুলরা।‌ গত মাসে ইডেনে কলকাতার কাছে হারে লখনউ। এবার রাহুলদের ডেরায় তাঁদের হারানো চ্যালেঞ্জ নাইটদের সামনে। কারণ আইপিএলে সবকটা মাঠের মধ্যে সবচেয়ে কঠিন এখানে খেলা। লখনউয়ের উইকেট ব্যাটারদের স্বর্গ নয়। এখানে চার-ছয়ের বন্যা দেখা যায় না। বরং এই পিচে বুদ্ধিদীপ্ত ব্যাটিং প্রয়োজন। ১৫০-১৬০ রান করেও জেতা সম্ভব। তাই জেতার জন্য অলরাউন্ড পারফরম্যান্স দরকার। অর্থাৎ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে সাফল্য পেতে হবে বোলারদেরও। যা ইতিমধ্যেই আগের ম্যাচের মুম্বইয়ের বিরুদ্ধে করে দেখিয়েছে কেকেআর। মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ে ১৭০ রান ডিফেন্ড করে নাইটরা। একেবারে সঠিক সময় জ্বলে উঠেছেন অজি তারকা। পাশাপাশি ছন্দে থাকা সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে বল হাতে উইকেট তুলে নিতে হবে। ওপেনিংয়ে নেমে প্রতি বলেই চার, ছক্কা হাঁকানোর চেষ্টা করলে বিপদে পড়তে হবে। ফিল সল্ট, সুনীল নারিনকে বুদ্ধি করে খেলতে হবে। এইধরনের উইকেটে শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডের মতো ব্যাটার দরকার। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে চনমনে কেকেআর শিবির। দুই ম্যাচের মধ্যে মাত্র একদিন পার্থক্য থাকলেও ক্লান্তির প্রভাব পড়ার সম্ভাবনা কম। শনিবার সকালে চার্টার্ড বিমানে লখনউ পৌঁছয় রাসেল, রিঙ্কুরা।‌ বিপক্ষকে হাতের তালুর মতো চেনেন গম্ভীর। ইডেনে তার প্রমাণ মিলেছে। পুরোনো দলের বিরুদ্ধে এবার কেকেআরের মেন্টরের কাছে দুইয়ে দুই করার চ্যালেঞ্জ। 
  • Link to this news (আজকাল)