• পুলিশের কাছে আত্মসমর্পণ ৩৫ মাওবাদীর
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় রবিবার ৩৫জন মাওবাদী, পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদেরমধ্যে তিনজনের গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল । দান্তেওয়াড়া পুলিশের প্রচার অভিযানের জেরে আজ ওই রেঞ্জের ডি আই জি পুলিশ কমললোচন কাশ্যপ এবং সিআরপিএফ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে তারা আত্মসমর্পণ করে। ভইরামগড় এবং কাটেকল্যাণ এলাকায় মাওবাদী সংগঠনের কাজকর্মে যুক্ত ছিল তারা। এদের বিরুদ্ধে রাস্তা অবরোধ সহ বিভিন্ন ধরনের জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে পুনর্বাসনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। পুলিশের ‘লন ভারাটু’ প্রচার অভিযানের প্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রায় ৮০০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে।
  • Link to this news (আজকাল)