• রাজ্যগুলিকে চিঠি এনসিপিসিআরের
    আজকাল | ০৬ মে ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা যাতে স্থানীয় স্কুলে ভর্তি হয় সে ব্যাপারে রাজ্যগুলিকে নিশ্চিত করার নির্দেশ দিল এনসিপিসিআর। রাজ্যের মুখ্য সচিবদের দেওয়া চিঠিতে সংস্থার সভাপতি প্রিয়ঙ্ক কানুনগো বলেছেন, যদি দেখা যায়, শিশুদের নামে টাকা নেওয়া হচ্ছে অথচ সেই শিশুদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে কাজে লাগানো হচ্ছে তাহলে পদক্ষেপ করা হবে।সম্প্রতি উত্তরপ্রদেশে এই ধরণের ঘটনা ঘটেছে। রাজ্যের সীমানায় শিশুদের নিয়ে যাওয়া হয়েছে। সেই ঘটনাার পরেই সমস্ত রাজ্যকে চিঠি দিয়েছে এনসিপিসিআর। ২৬ এপ্রিলের একটি ঘটনার উদাহরণ দিয়ে এনসিপিসিআরের তরফে বলা হয়েছে, ৯৫ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের বিহার থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সাহারানপুরে একটি অনুমোদনহীন মাদ্রাসায় তাদের ভর্তি করা হয় বলে দাবি এনসিপিসিআরের। আরও বলা হয়েছে, শিশুরা এনসিপিসিআর কর্তাদের জানিয়েছে তাদের জোর করে ইট বওয়া, শৌচালয় পরিষ্কার করার কাজে ব্যবহার করা হত। ধর্মের নামে শিশুদের মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। প্রতিটি জেলায় শিশুদের ওপর নজরদারি আরও জোরদার করার পরামর্শ দিয়েছে এনসিপিসিআর।
  • Link to this news (আজকাল)