• ত্রিপুরার ৬৯ সরকারি হাসপাতালে রক্তের ভুল রিপোর্টেই দু'বছর ধরে চিকিৎসা!...
    আজকাল | ০৬ মে ২০২৪
  •  সমীর ধর, আগরতলা: ত্রিপুরার ৬৯ সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষার ভুল রিপোর্টের ভিত্তিতে চলছে চিকিৎসা ! টানা অন্তত দু বছর ধরে ! স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এই খবরে আতঙ্ক রাজ্য জুড়ে। বিভ্রান্ত সরকারি হাসপাতালের পরিষেবা নেওয়া লাক্ষাধি মানুষ। গুজরাটের একটি অনামী কোম্পানির সরবরাহ করা ৬৯টি "অটোমেটিক অ্যানালাইজার" দু" বছর আগে বসানো হয়েছিল ত্রিপুরার ৬৯টি সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, কেনার সময়ই এইসব মেশিনে রক্ত পরীক্ষার ভুল রিপোর্ট নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন চিকিৎসকেরা। এমনকি তৎকালীন অতিরিক্ত স্বাস্থ্যসচিব কড়া ভাষায় লিখিতভাবে গুজরাটের ওই কোম্পানির কাছে রীতিমতো কৈফিয়ত তলব করেছিলেন। তিনি তাঁর ওই চিঠির প্রতিলিপি দিয়েছিলেন খোদ স্বাস্থ্য সচিবকেও। কিন্তু, সে চিঠি কোথায় ধামাচাপা পড়ে রয়েছে কেউ জানে না। ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের ওই কোম্পানির মেশিনগুলি তড়িঘড়ি (২০২৩-এর ১৬জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে) রাজ্যের ৬৯ জায়গায় বসানো সম্পন্ন হয়। চিকিৎসক, মুখ্যমন্ত্রী মানিক সাহা তখনও স্বাস্থ্যমন্ত্রী, এখনও তা-ই। তিনি আদৌ এ ব্যাপারে জানতেন না বলে একটি সূত্রের খবর। তাঁর আগে স্বাস্থ্য দপ্তর ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে। অভিযোগ, দিল্লিতে বিজেপি-র উপর মহলে নির্দিষ্ট যোগাযোগের সূত্রেই গুজরাটের ওই অখ্যাত কোম্পানি অনায়াসে মেশিনগুলির বরাত পায় এবং প্রতিটি মেশিন ৪ লক্ষ ৬০ হাজার টাকা দরে মোট প্রায় ৩ কোটি ১৭.৫৩ লক্ষ টাকা সরকারের কাছ থেকে নিয়ে যায়। টাকার অঙ্কে এই কেলেঙ্কারি আজকাল খুব বড় মনে না হলেও ভুল রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসা হয়ে চলেছে, এই আশঙ্কাই এখন বড় হয়ে উঠেছে !   
  • Link to this news (আজকাল)