আগুনের ফুলকির দাবানল হওয়ার অপেক্ষা! সেই ভয়ংকর আর্চারকে দেখে কাঁপছে বাইশ গজ
২৪ ঘন্টা | ০৬ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেই ২০২১ সাল থেকে চোটের সঙ্গে অনবরত লড়াই করছেন ব্রিটিশ পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) । এর মাঝেই কখনও খেলায় ফিরেছেন তো কখনও আবার ছিটকে গিয়েছেন এই চোটেই। সাম্প্রতিক ক্রিকেটে আর্চারের মতো ব্য়াটারদের বুকে কাঁপুনি ধরানো আর একজন পেসারও নেই। ভয়ংকর গতিতে উইকেট ছিটকে দেওয়া হোক বা বাউন্সারের দাপটে ব্য়াটারকে পিচে ফেলে দেওয়া। এসবই আর্চার করেন অবলীলায়। এহেন আর্চার কনুইয়ের চোট সারিয়ে পুরোপুরি ফিট। আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) তাঁকে নিয়েই দল করেছে ইংল্য়ান্ড।ইংল্যান্ডের জার্সিতে গত বছরের মার্চে নামা গতির বাদশা এখন কেমন আছেন? কীভাবে সারছেন কাপযুদ্ধের প্রস্তুতি? তিনি আগের মতোই ভয়ংকর হতে পারবেন? এসবেরই উত্তর দিয়ে দিল ইংল্য়ান্ডের বার্মি আর্মি। তাঁরা আর্চারের সাম্প্রতিক আগুনে পারফরম্য়ান্সের ঝলক পোস্ট করেছে এক্স হ্য়ান্ডেলে। যা দেখে বলা যেতেই পারে যে, আগুনের ফুলকির দাবানল হওয়ার অপেক্ষা। আর্চার এখন খেলছেন বার্বাডোজের স্থানীয় টি-২০ কাপে। তিনি সেখানে বলে বলে উইকেট উড়িয়েছেন। বোঝাই যাচ্ছে যে একেবারে দাউদাউ করে জ্বলছে আর্চারের ভিতরের আগুন। গত শনিবার লিগের সেমিফাইনাল ম্য়াচে আর্চার তিন উইকেট তুলে নিয়েছেন মাত্র ১৬ রানে। এমনকী ২০ বলে ৫৪ রানও করেছেন চারটি চার ও পাঁচ ছক্কায়। বোঝাই যাচ্ছে যে, আর্চার তৈরি বিশ্বযুদ্ধের জন্য়।ইংল্য়ান্ডের বেছে নেওয়া ১৫ সদস্য়ের দলে আছেন- জস বাটলার, মঈন আলি, জোফ্রা আর্চার, জোনাথন বেয়ারস্টো, হ্য়ারি ব্রুক, স্য়াম কারেন, বেন ডাকেট, টম হার্টলে, উইল জ্য়াকস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রেসে টপলে ও মার্ক উড। দলে সবচেয়ে বড় চমক আর্চারের প্রত্য়াবর্তন। কনুইয়ের চোট সারিয়ে পুরোপুরি ফিট আর্চার।