West Bengal Rain: ফের অরেঞ্জ অ্যালার্টে বাংলা, তবে এবার ঝরঝর মুখর...
এই সময় | ০৬ মে ২০২৪
এই সময়: ফের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে বদলে গেল সতর্কতার কারণটাই। রবিবার পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া দপ্তরের কমলা সতর্কতা জারি ছিল। ওই সতর্কবার্তা ছিল তাপপ্রবাহ-জনিত। আজ, সোমবারও হাওয়া অফিস কমলা সতর্কতা জারি করেছে সাতটি জেলায়—বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় জারি হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং একই সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা।এর মধ্যে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে পুরোমাত্রায়। আগামিকাল ৭ মে একই রকম প্রাকৃতিক দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও।
মার্চের কলকাতা ছ’দিনে মোট ২৮ মিলিমিটার বৃষ্টি পেয়েছিল। এপ্রিলে নাম কা ওয়াস্তে একদিন মাত্র বৃষ্টি হয়েছিল শহরে। পরিমাণ ছিল মাত্র ০.৫ মিলিমিটার। এছাড়া এপ্রিলের ৩০ দিনের মধ্যে ১৬ দিনই রাজ্য ছিল তাপপ্রবাহের কবলে। মে-র পাঁচদিন ধরলে টানা ২১ দিন বাংলার কোনও না কোনও জায়গা তাপপ্রবাহে পুড়েছে। এর মধ্যে ৪ দিন দেশের উষ্ণতম জায়গা হিসেবে নাম উঠেছে কলাইকুন্ডার। এপ্রিলেই ৯ দিন কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল।
মে-তে আরও একদিন ধরে সংখ্যাটা পৌঁছয় ১০ দিনে। এমন পরিস্থিতিতে গোটা বাংলাই প্রার্থনা করছিল ঝড়-বৃষ্টির। ২০২৪ পড়ার পর থেকে রাজ্য একবারও কালবৈশাখী পায়নি। তবে হাওয়া অফিসের আশ্বাস, আজ, সোমবার থেকেই আমূল বদলের পথে বাংলার আবহাওয়া। রবিবার পর্যন্ত রাজ্যের কয়েক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও এই সপ্তাহে রাজ্যে নতুন করে যে আর তাপপ্রবাহ দেখা দেবে না সেই বিষয়ে বার বার আশ্বাস দিয়েছেন আবহবিদরা।
তবে তাপপ্রবাহ না হওয়ার আশ্বাস নয়, বাংলা চাইছে ঝড়বৃষ্টির নিশ্চয়তা। আজ থেকে তেমনটাই হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে আজ থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। উত্তাল হবে বঙ্গোপসাগরও। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ঢেউয়ের উচ্চতা হতে পারে ০.৫ মিটার থেকে ১.২ মিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি জেলাগুলোয় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা খুব বেশি। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। আজ থেকে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে গিয়ে গরমের অস্বস্তি অনেকটাই দূর হবে বলে মনে করছেন আবহবিদরা।