Jharkhand Cash Recovery : ভোটের মধ্যে ED হানায় কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার! মন্ত্রীর আপ্তসহায়কের পরিচারকের বাড়িতে তাড়া তাড়া নোট
এই সময় | ০৬ মে ২০২৪
লোকসভা ভোটের মধ্যে আবার কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। ঝাড়খণ্ডে ED-র হানায় উদ্ধার হল পাহাড় প্রমাণ টাকা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।সোমবার সকালের এই ED হানায় ফের চাঞ্চল্য দেশের রাজনীতিতে। এই মুহূর্তে টাকা গোনা চলছে বলে খবর। এখনও পর্যন্ত মোট ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এই অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ED হানা দেয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে। টাকার পাহাড় বেরোতে পারে বলে আগে থেকেই অনুমান করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। রবিবার রাত থেকেই রাঁচির মোট ছয় জায়গায় তল্লাশি চালানো হয়। এরপর সোমবার সকালে ED পৌঁছয় সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে।
ED সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগে আর্থিক তছরুপের মামলার তদন্তেই তাদের এই তল্লাশি অভিযান। সেই দুর্নীতি মামলারই এই পাহাড় প্রমাণ টাকা বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামকে গ্রেফতার করে ED। একাধিক প্রকল্পের কাজে আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই দুর্নীতি মামলাতেই এবার কোটি কোটি টাকা উদ্ধার ED-র।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধেও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এদিকে, গ্রেফতারির মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে আদালত। এর মাঝেই আরও এক দুর্নীতি মামলায় কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার নতুন করে হইচই ফেলে দিয়েছে।