Amethi Congress Party Office : অমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা-ভাঙচুর! যুবনেতাকে হেনস্থার অভিযোগ, স্মৃতি ইরানিকে দুষল হাত শিবির
এই সময় | ০৬ মে ২০২৪
তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে অমেঠিতে তুলকালাম। ভাঙচুর করা হল কংগ্রেসের পার্টি অফিস। অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা উত্তর প্রদেশের এই কেন্দ্রে হাত শিবিরের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। যুব কংগ্রেস নেতা শুভম সিংকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় দুই BJP নেতা সহ আটজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।ঘটনা রবিবার মধ্যরাতের। কংগ্রেসের পার্টি অফিসের বাইরে দাঁড়ানো একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে দলীয় কার্যালয়েও আসবাবপত্র ভাঙা হয়েছে। ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।
মধ্যরাতের এই ঘটনার খবর পাওয়া মাত্রই পার্টি অফিসে পৌঁছন কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ সিঙ্গল। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। পার্টি অফিসের বাইরেই হাঙ্গামা জুড়ে দেন দলীয় কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন CO ময়ঙ্ক দ্বিবেদীও। ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়।
গোটা ঘটনার জন্য কংগ্রেস স্মৃতি ইরানিকে দায়ী করেছে। এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে অমেঠির BJP প্রার্থীকে দুষে একটি পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে, 'স্মৃতি ইরানি এবং BJP কর্মীরা অমেঠিতে ভয় পেয়ে গিয়েছে। পরাজয়ের ভয়ে BJP-র দুষ্কৃতীরা লাঠি, রড নিয়ে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করতে পৌঁছে গিয়েছিল। অফিসের বাইরে রাখা গাড়ি ভাঙচুর করেছে তারা। অমেঠির মানুষ এবং কংগ্রেসের কর্মীদের উপর আঘাত আনার চেষ্টা হয়েছে। অনেকেই এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। জঘন্য হামলা চালানো হয়েছে।'
কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা হয়েছে, 'ঘটনার সময় সাধারণ মানুষের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ঘটনায় পুলিশ নির্বাক। এই হামলা প্রমাণ করছে অমেঠিতে BJP হারছে।'
কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও এই ঘটনার ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাঁরও অভিযোগ, এই হামলার সময় পুলিশ নিশ্চুপ ছিল। কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি বলেন, 'BJP কর্মীরা যখন এই তাণ্ডব চালাচ্ছে তখন পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে।'
উল্লেখ্য, অমেঠি এবং রায়বরেলি আসন দু'টিতে প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে দীর্ঘদিন সাসপেন্স বজায় রেখেছিল কংগ্রেস। এবার আর রাহুল গান্ধী নন, কংগ্রেসের হয়ে অমেঠি কেন্দ্রে লড়ছেন দীর্ঘদিনের গান্ধী পরিবার ঘনিষ্ঠ কিশোরী লাল সিং। বদলে রায়বরেলিতে লড়ছেন রাহুল গান্ধী।