• Sikkim NH10 Update : বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি থেকে সিকিম এবার কোন পথে?
    এই সময় | ০৬ মে ২০২৪
  • মারাত্মক তাপপ্রবাহ থেকে রেহাই পেতে গরমের ছুটিতে বহু পর্যটকই এখন সিকিমমুখী। কিন্তু, তার মাঝেই দুঃসংবাদ। বন্ধ সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার সকাল ৬টা থেকে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে পর্যটকদের। এবার কোন পথে সিকিম বেড়ানো?সোমবার সকাল ৬টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ থাকবে জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত রাস্তা। আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ ৯ মে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। উল্লিখিত ৭২ ঘণ্টার মধ্যে এই পথে বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ থাকছে।

    কোন কোন বিকল্প রুটে যান চলাচল?মালপত্র নিয়ে সিকিম রওনা দেওয়ার আগে জেনে নিন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার ফলে পর্যটকদের জন্য কোন কোন বিকল্প পথের বন্দোবস্ত করেছে প্রশাসন।

    ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে যান চলাচল করবে সেবক, লাভা, গোরুবাথান, আলগাড়া হয়ে।৭২ ঘণ্টার জন্য রংপু থেকে শিলিগুড়িগামী গাড়িগুলি মুনসোং, ১৭ মাইল, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে চলাচল করছে। তবে এই রুটে কোনও বড় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।ছোট যানবাহনগুলি কালিম্পংয়ের চিতরে থেকে আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে শিলিগুড়ির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শিলিগুড়ি থেকে এই পথ ধরেই আসতে পারে গাড়িগুলি।পণ্য পরিবাহী যানগুলিকে চিতরে, কালিম্পং শহর থেকে আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে শিলিগুড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। উলটো পথেও এই রুটে যান চলাচল করা যাবে রাত ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।পণ্যবাহী যানবাহন এবং ছোট গাড়িগুলিকে রেশি, পেডং, আলগাড়া, লাভা, গোরুবাথান থেকে শিলিগুড়ির দিকে এবং এর বিপরীতে পথে ২৪ ঘণ্টা যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। তবে চিতরেতে রংপু চেক পোস্টে আটকানো হবে যানবাহনগুলিকে।

    কেন আচমকা বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক?সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একের পর এক ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত রাস্তা। মাটি, পাথরের বড় বড় চাঁই সরিয়ে সংস্কারের জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা বৃষ্টি, ধসের জেরে সিকিমে প্রায়ই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এর জেরে আলগা হয়েছে পাহাড়ের উপরের অংশ। ঝে মধ্যে জাতীয় সড়ক কিংবা সিকিমগামী পাহাড়ি রাস্তায় পাথরের বড় বড় চাঁই গড়িয়ে পড়ার ঘটনা ঘটে। ফলে বিপজ্জনক হয়ে ওঠে পরিস্থিতি। দুর্ঘটনার আশঙ্কায় তাই কয়েকদিন আগেও ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে তা সংস্কার করতে চায় প্রশাসন। পাহাড় কেটে পুনরায় রাস্তা সম্প্রসারণের কাজ করার জন্যই কখনও সিকিমের দিকে আবার বাংলার দিকে রাস্তা বন্ধ করে রাখা হয়। শিলিগুড়ি থেকে সিকিমগামী একমাত্র জাতীয় সড়ক এভাবে দফায় দফায় বন্ধের জেরে চরম দুর্ভোগের শিকার হন পর্যটকরা।
  • Link to this news (এই সময়)