বামপন্থী সায়নের ১০ লাখের গাড়ি, বন্ধুদের থেকে লোন দেবাংশুর, সম্পত্তির নিরিখে এগিয়ে কে?
এই সময় | ০৬ মে ২০২৪
তাঁরা বঙ্গ রাজনীতির তরুণ মুখ। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দুই জনেই সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়। তরুণ প্রজন্মের মধ্যে তাঁদের আলাদা জনপ্রিয়তা। এই দুই তরুণ প্রার্থীই সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামা মোতাবেক দেবাংশু এবং সায়নের মধ্যে সম্পত্তির নিরিখে এগিয়ে কে?
দেবাংশু বনাম সায়ন, আয়ের নিরিখে এগিয়ে কে?
দেবাংশুর আয়: ২০২২-২৩ অর্থবর্ষে দেবাংশু ভট্টাচার্য আয় করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৮২০, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ৪ লাখ ৯৭ হাজার ৪৯০, ২০২০-২১ অর্থবর্ষে আয় ৪ লাখ ৯৯ হাজার ৯৮০।অন্যদিকে, সায়নের ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ৪ লাখ ৭১ হাজার ১৩০, ২০২২-২৩ অর্থবর্ষে আয় ৪ লাখ ৫৮ হাজার ৯৮০, ২০২১-২২ অর্থবর্ষে আয় ৪ লাখ ১৬ হাজার ৯৮০। সায়ন সম্প্রতি বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর আয় ২০১৯-২০২০ অর্থবর্ষে ২ লাখ ৯০ হাজার ৩৬০, ২০২০-২১ অর্থবর্ষে আয় ৩ লাখ ২০ হাজার ৬৫০, ২০২১-২২ অর্থবর্ষে আয় ৩ লাখ ৯৯ হাজার ৪২০, ২০২২-২৩ অর্থবর্ষে আয় ৪ লাখ ৬৮ হাজার ২৯৭ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ৪ লাখ ২১ হাজার ১৬০।
২৯ এপ্রিলের নিরিখে দেবাংশুর হাতে নগদ টাকা রয়েছে ৫৬ হাজার। সায়ন বন্দ্যোপাধ্যায়ের হাতে টাকা রয়েছে নগদ ১০ হাজার।
সায়ন এবং দেবাংশুর গাড়ির সংখ্যা
সায়নের একটি গাড়ি রয়েছে যার দাম ১ লাখ ৩০ হাজার এবং অপর গাড়ির দাম ১০ লাখ ৫৪ হাজার ৯০১। যদিও তাঁর ৬ লাখের বেশি 'কার লোন' রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রীর একটি গাড়ি রয়েছে যার দাম ৫ লাখ ৫৫ হাজার।
দেবাংশুর অবশ্য বাইক বা অন্যান্য কোনও গাড়ি নেই। সোনাদানাও নেই দেবাংশুর। সায়নের নিজস্ব কোনও সোনা না থাকলেও তাঁর স্ত্রীর ৩৬৮ গ্রাম সোনার গয়না রয়েছে, যার বাজারমূল্য ২৩ লাখ টাকা। দেবাংশুর অস্থাবর সম্পত্তি রয়েছে ১৮ লাখ ৩০ হাজার ৭৬৪ টাকার। অন্যদিকে, সায়নের অস্থাবর সম্পদের পরিমাণ ২১ লাখ ৭৩ হাজার ০১১।
কোনও ব্যাঙ্ক ঋণ নেই দেবাংশুর। তবে বন্ধুদের থেকে প্রায় দশ লাখ টাকা মতো ঋণ নিয়েছেন তিনি। দেবাংশুর দুটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে একটিতে রয়েছে পাঁচ লাখ ৭৪ হাজার ২১৩ টাকা। এছাড়াও পোস্ট অফিসে তাঁর একটি সেভিংস রয়েছে ৫০০ টাকার।