• গঙ্গাধরের বাড়ির সামনে বিক্ষোভ, মুখ খুললেন বিজেপি নেতার স্ত্রী
    এই সময় | ০৬ মে ২০২৪
  • সন্দেশখালি সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় গোটা বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, এর ফলে ভোটের মাঝে বেশ খানিকটা চাপেই বিজেপি। ড্যামেজ কন্ট্রোলে জন্য নানা দিক থেকেই নানা ধরনের তত্ত্ব তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। পালটা বিষয়টি নিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল নেতৃত্ব। এরই মাঝে এবার গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ।ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরাভিডিয়ো প্রকাশ্যে আসার পর গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীদের একাংশ। সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দারা এদিন বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের একাংশের দাবি, বিজেপি নেতা গঙ্গাধরকে তাদের হাতে তুলে দিতে হবে। এমনকী তিনি (গঙ্গাধর কয়াল) বহিরাগত, আন্দোলনের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলেও দাবি বাসিন্দাদের।

    Abhishek Banerjee : সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো, বিস্ফোরক অভিষেক

    তৃণমূলকেই পালটা নিশানা রেখা পাত্ররযদিও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'এটা তৃণমূলের একটা চাল। গঙ্গাধর কয়াল ভারতীয় জনতা পার্টির সদস্য। ওরা (তৃণমূল) হেরে যাবে এই ভয়ে সব জায়গাতেই অত্যাচার করছে তৃণমূল। ওরা যে কোনও কিছুর বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ক্ষতি করার চেষ্টা করছে।' রেখা আরও বলেন, 'তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি। হয়ত ওঁর (গঙ্গাধর কয়াল) বাড়িতে বৌ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যে বলিয়েছে।'

    মুখ খুললেন গঙ্গাধরের স্ত্রীপাশাপাশি ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে মুখ খুলেছেন গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়ালও। তিনিও তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূলই ফাঁসানোর জন্য এই চক্রান্ত করেছেন বলে দাবি তাঁর। তবে ভাইরাল ভিডিয়োতে যে ঘর দেখা যাচ্ছে সেটি তাঁদের বলে স্বীকার করলেও, সেই সময় তিনি ছিলেন না বলেই দাবি গঙ্গাধরের স্ত্রীর।

    ভোট বাক্সে প্রভাব পড়বে?প্রসঙ্গত, নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কিছুদিন আগেই উত্তাল হয়ে উঠেছিল গোটা উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি। রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে সেই খবর। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। সেই জায়গায় দাঁড়িয়ে রেখা পাত্রর উপরে ভরসা রাখে বিজেপি। তাঁকেই লড়াইয়ের মুখ করে নির্বাচনের ময়দানে নামান হয়। তবে সন্দেশখালি সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হতেই বসিরহাট লোকসভা কেন্দ্রে কোথাও কি ব্যাকফুটে গেরুয়া শিবিরের? রাজনৈতিক বিশেষজ্ঞদের কারও কারও মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এখন দেখার আদতেই এই ভিডিয়োর কোনও প্রভাব ভোট বাক্সে পড়ে কি না।
  • Link to this news (এই সময়)