• ব্যবসায়ী খুনে গ্রেপ্তার আইনজীবী
    বর্তমান | ০৬ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ব্যবসায়ী খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন আইনজীবী। খুনের ঘটনার পর একমাস গা-ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত আইনজীবীর নাম রজত চক্রবর্তী। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য তিনি। মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে খুনের একমাস বাদে গ্রেপ্তার করতে সফল হল বাগডোগরা থানা। রবিবার রজতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে পুলিস। আদালত ধৃতের জামিন নাকচ করে দিয়ে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দু’জনকে চিহ্নিত করেছে পুলিস। শিলিগুড়ি মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, ব্যবসায়ী খুনে অভিযুক্ত আইনজীবীর জামিন খারিজ হয়েছে। প্রথমে ওই আইনজীবীর বিরুদ্ধে মারধরের মামলা হয়। পরে ওই ব্যক্তির মৃত্যু হলে খুনের ধারা যুক্ত হয়। অভিযুক্ত ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন। ঘটনার একমাস পরে বাগডোগরা থানার পুলিস অভিযুক্তকে ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসে। ধৃতের ১৪ দিনের জেলা হেফাজত হয়েছে। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, দু’বছর আগে ওই আইনজীবী আমাদের সংগঠনের সদস্য পদ নিয়েছেন। তিনি আদালতে খুব একটা আসেন না। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। অভিযোগ প্রমাণিত হলে আইন মেনে শাস্তি হবে।
  • Link to this news (বর্তমান)