• ‘২ হাজার টাকায় মা, বোনের ইজ্জত বিক্রি করেছে বঙ্গ বিজেপি’, তোপ অভিষেকের
    বর্তমান | ০৬ মে ২০২৪
  • অগ্নিভ ভৌমিক ও অভিষেক পাল, কালীগঞ্জ ও সামশেরগঞ্জ: ভোট মরশুমে সন্দেশখালি ইস্যুই বিজেপির ব্যুমেরাং হল না তো? এই প্রশ্নেই এখন উত্তপ্ত রাজনীতি। শনিবার সাংবাদিক সম্মেলন করে ‘গেরুয়া শিবিরের চক্রান্ত’ তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার তারই রেশ টেনে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদির দলকে। নদীয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দলীয় প্রচারে তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘২ হাজার টাকায় বাংলার মা-বোনের ইজ্জত বিক্রি করেছে বিজেপি।’ সভাস্থলে জায়ান্ট স্ক্রিনে সন্দেশখালি নিয়ে ভাইরাল স্ট্রিং অপারেশনের ভিডিও চালিয়ে আরও একবার ‘চক্রান্ত’ বেআব্রু করেন তিনি। বলেন, ‘বিজেপি নেতারা বলত, সন্দেশখালি করবে তৃণমূলের ঘর খালি। আজ সন্দেশখালি বলছে, বিজেপি দলটাই জালি।’ 

    অভিষেকের দাবি, পুরোটাই যে ‘নাটক’, তা প্রকাশ্যে এসেছে স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওতে।‌ সেখানে বিজেপি নেতাই ফাঁস করেছেন বিরোধী দলনেতার ষড়যন্ত্র। আর এই ইস্যুতে একদিকে অভিষেক, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির বিরুদ্ধে। বীরভূমের লাভপুরে মমতা বলেছেন, ‘সন্দেশখালির জন্য প্রধানমন্ত্রী কেমন কাঁদছেন, আহা রে! সব টাকা দিয়ে সাজিয়েছিল। কিন্তু টাকা দিয়ে মায়েদের মন পাওয়া যায়নি, যাবেও না।’ 

    সন্দেশখালি নিয়ে গেরুয়া অস্ত্র ভোঁতা করে কালীগঞ্জের সভায় অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘তৃণমূলকে নয়, ওরা বাংলাকে ছোট করেছে। কলুষিত, কালিমালিপ্ত করেছে। যারা বাংলার মাথা হেঁট করে দিয়েছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে।’ পাশাপাশি সামশেরগঞ্জেও অভিষেক বলেন, ‘মহিলাদের সম্মান নিয়ে রাজনীতি করতে ইতস্তত বোধ করে না বিজেপি। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির নেতাদের তল্পিবাহক হয়, বাংলার মায়েদের সম্মান বিক্রি করে, তারা যে ভাষা বোঝে, সেই ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে।’ 

    বাদ পড়েনি রাজ্যপাল ইস্যুও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘বাংলার রাজ্যপাল পদের কলঙ্ক উনি। যতদিন রাজ্যপাল রাজভবনে থাকবেন, বাংলার মানুষ রাজভবন বয়কট করবে।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)