মদ্যপানের জন্য জল না দেওয়ায় ফুলবাগানে যুবককে খুনের অভিযোগ, রাজাবাজারে ধারাল অস্ত্রের কোপে আহত আরও ৩
এই সময় | ০৬ মে ২০২৪
রবিবার রাতে খাস শহর কলকাতায় খুন। মদ্যপানের জন্য জল না দেওয়ায় ফুলবাগান থানা সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। কেএমসি-র কোয়ার্টারের ছাদে শুয়ে থাকার সময় খুনের অভিযোগ উঠেছ। যে যুবককে খুন করা হয়েছে তার নাম নীতীশ রবিদাস। নিহতের বয়স ১৮ বছর। ঘটনায় ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবারের। অভিযুক্ত আকাশ হরিকে গ্রেফতার করেছে পুলিশ।জলের বোতল নিয়ে বসচাজানা গিয়েছে, আকাশ হরি নামে ওই যুবক রবিবার রাতে কোয়ার্টারের ছাদে ওঠে এবং নীতীশের জলের বোতল নিয়ে নেয়। নীতীশ বারবার জলের বোতলটা চায়। কিন্তু জলের বোতল দিতে চায়নি আকাশ। অভিযোগ, এরপরই নীতিশের বুকের বাঁ দিকে একটি ছুরি দিয়ে আঘাত করেন সে। যার জেরে রক্তক্ষরণ শুরু হয় নীতীশের। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে চিকিৎসক নীতীশকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
পুরনো কোনও শত্রুতা?এক্ষেত্রে আগে থেকেই উভয়ের মধ্যে কোনও পুরনো শত্রুতা ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে ফুলবাগান থানার পুলিশ। নীতিশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃত যুবক, কাঁকুড়গাছির কাছে একটি ড্রাই ফ্রুটসের দোকানে কাজ করতেন। অন্যদিকে অভিযুক্ত যুবক বেকার। নিহত যুবক ও অভিযুক্ত, উভয়ের বাবাই কেএমসি-তে সাফাইকর্মীর কাজ করেন।
চপারের কোপে আহত ৩এদিকে একই রাতে ৩ যুবককে চপারের কোপ মারার অভিযোগ উঠল অপর ৪ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার রাজাবাজারে। ঘটনার তদন্ত নেমেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছে গতকাল রাত ১২টা নাগাদ রাজাবাজার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলেন তিন যুবক। অপরদিক থেকে বাইকে সওয়ার ৪ যুবক এসে তাঁদেরকে ধাক্কা মারে। এরপর শুরু হয় বচসা। একটা সময় বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। অভিযোগ, সেই সময়ই ওই ৪ যুবক ৩ জনের ওপর চপার নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ৩ যুবককে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ৪ যুবক পলাতক। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।