• ব্যাটারের সপাট শটে গোপনাঙ্গে বল! ছটফট করতে করতে মাঠেই মৃত্যু ১১-র কিশোরের, চোখে জল আনবে মর্মান্তিক ভিডিয়ো
    এই সময় | ০৬ মে ২০২৪
  • খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। মহারাষ্ট্রের পুণে শহরের ঘটনা। ক্রিকেট খেলার সময় গোপনাঙ্গে বল লেগে মৃত্যু হল এক কিশোরের। ১১ বছর বয়সী নিহত ওই কিশোরের নাম শৌর্য। পুরো ঘটনার ভিডিয়ো ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল শৌর্য। তার হাতে ছিল বল। ব্যাট করছিল অন্য আরেক কিশোর। দেখা যায়, শৌর্য বল করার পর ব্যাট দিয়ে সেই বল সজোরে মারে খুদে ব্যাটস ম্যান। বলটি সরাসরি গিয়ে লাগে শৌর্যের গোপনাঙ্গে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। শৌর্যর বন্ধুরা সঙ্গে সঙ্গে তার কাচে ছুটে আসে। বন্ধুদের মধ্যে একজন তাকে তোলার চেষ্টা করে। কিন্তু শৌর্য আর উঠে দাঁড়াতে পারেনি। শৌর্যকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃতের নাম শৌর্য ওরফে শম্ভু কালিদাস খাণ্ডভে। বৃহস্পতিবার ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনটি।

    গোটা ঘটনায় বিমানবন্দর থানায় আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

    তবে এই প্রথম নয়। পুণে শহরের শৌর্যের ঘটনা মনে পড়িয়ে দিচ্ছে আরও একটি ঘটনার কথা। চলতি বছরের এপ্রিল মাসেই রাজকোটে ক্রকট খেলতে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুজনের।

    বছর ১৪-র রেনিশ নাকানি ভাভদী এলাকার লক্ষ্মী নারায়ণ সোসাইটিতে থাকত। নিজের বাড়ির কাছেই ক্রিকেট খেলছিল এমন সময় আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। অচতন অবস্থাতেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সিভল হাসাপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    রেনিশ ক্লাস সেভেনের ছাত্র ছিল। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল সে। মৃ্ত্যুর সঠিক কারণ জানতে রেনিশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

    অন্যদিকে, আরেকটি ঘটনায় পার্শ্ববর্তী কাগদাদি গ্রামে বন্ধুর ছেলের বিয়েতে যোগ দিতে গিয়ে মনোজ বাভালিয়া নামে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে। তাঁকে উদ্ধার করে সিভিল হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    একই দিনে একই শহরের দুই জায়গায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃ্ত্যুর ঘটনয় হতবাক সকলে। কী কারণে ওই ব্যক্তির মৃত্য হয় তা জানতে তাঁর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
  • Link to this news (এই সময়)