One Nation One Election : আগামী লোকসভাতেই 'এক দেশ এক নির্বাচন', সদর্পে ঘোষণা রাজনাথ সিংয়ের
এই সময় | ০৬ মে ২০২৪
আগামী পাঁচ বছরের মধ্যে দেশে চালু হবে 'এক দেশ এক ভোট' ব্যবস্থা। এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। BJP আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরলেই এই 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।একটি নির্বাচনী ব়্যালিতে রাজনাথ সিং বলেন, 'অন্ধ্র প্রদেশে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটও হচ্ছে। ফলে এমনটা সম্ভব। আমাদের মূল লক্ষ্য, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এক দেশ এক নির্বাচন পদ্ধতি চালু করা। এতে সময় এবং শক্তি দুইই বাঁচবে।'
এক দেশ এক নির্বাচন কী?প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি কমিটি এক দেশ এক নির্বাচন পদ্ধতির পক্ষে জোরাল সওয়াল করে। এই পদ্ধতি অনুযায়ী, একইসঙ্গে দেশে লোকসভা এবং সমস্ত রাজ্যের রাজ্যসভা ভোট হবে। এই কমিটি গত সেপ্টেম্বর মাসে একটি পর্যবেক্ষণ রিপোর্ট জমা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। যেখানে উল্লেখ করা হয়, মাত্র ১০০ দিনের মধ্যে দেশে লোকসভা এবং বিধানসভা ভোট সম্ভব। ২০১৯ সালে BJP-র লোকসভা ইস্তেহারে এই এক দেশ এক ভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তীব্র বিরোধিতা হয়েছিল কংগ্রেসের তরফে। কবে থেকে এক দেশ এক নির্বাচন সম্ভব ভারতে? এই নিয়ে এবার সম্ভাব্য সময়ের কথা জানাল নির্বাচন কমিশনও। এক দেশ এক নির্বাচনের জন্য মোট কত টাকা খরচ হতে পারে, তারও একটা বাজেট জানাল কমিশন। নতুন ইলেট্রনিক ভোট মেশিন কেনার জন্য প্রতি ১৫ বছরে নির্বাচন কমিশনের খরচ হবে ১০ হাজার কোটি টাকা। সরকারকে লেখা একটি চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, একটি ইভিএম ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকে। সে ক্ষেত্রে এক সেট ইভিএম দিয়ে তিনটি লোকসভা নির্বাচন সম্পন্ন করা যেতে পারে।
BJP-র এই বর্ষীয়ান নেতা অন্ধ্র প্রদেশ সরকারকে তীব্র আক্রমণ করেন। YSR কংগ্রেসের রাশি রাশি দুর্নীতির জন্যই ১৩ লাখ ৫০ হাজারের ঋণ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও দুর্বিসহ বলে জানান রাজনাথ সিং। তিনি প্রতিশ্রুতি দেন, NDA ফের ক্ষমতায় এলে অন্ধ্র প্রদেশ দুর্নীতি মুক্ত হবে।
রাজনাথ সিং আরও বলেন, গ্র্যান্ড ওল্ড পার্টি এবার রাজনৈতিক পরিসর থেকে উবে যাবে। তিনি বলেন, 'যেভাবে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, ঠিক সেভাবেই কংগ্রেস ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। ১০ বছর পর কোনও শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না কংগ্রেস পার্টি কী।'