• Kangana Ranaut Video : 'অমিতাভ বচ্চনের পর দেশে আমিই সবচেয়ে জনপ্রিয়...', কঙ্গনার মন্তব্য নেটপাড়ায় হাসির রোল
    এই সময় | ০৬ মে ২০২৪
  • মাণ্ডি লোকসভা কেন্দ্রতে BJP প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই খবরের শিরোনামে কঙ্গনা রানাউত। তাঁর একের পর এক মন্তব্য নিয়ে জোর চর্চা। রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নতুন করে কঙ্গনার দু'টি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার সঙ্গে নিজের তুলনা টানতে শোনা গিয়েছে।কঙ্গনা রানাউত বলেছেন, 'ভারতে অমিতাভ বচ্চনের পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছি আমি। গোটা দেশ আমায় ভালোবাসে, সম্মান করে।' তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো হাসিঠাট্টা শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ কেউ আবার বলছেন, ভাষণ দিলেই রাজনীতিবিদ হওয়া যায় না।

    প্রসঙ্গত, আগামী ১ জুন লোকসভা ভোটের শেষ পর্বে মাণ্ডি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তাঁর আগে হু হু করে ভাইরাল হচ্ছে কঙ্গনা রানাউতের একের পর এখ ভিডিয়ো। BJP প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, 'আমি রাজস্থানে যাই, বাংলায় যাই বা দিল্লি কিংবা মণিপুরে যাই, এত সম্মান এবং ভালোবাসা পাই বলে বোঝানো সম্ভব নয়। আমি দাবি করে বলতে পারি, এ দেশে অমিতাভ বচ্চনের পর এত ভালোবাসা এবং সম্মান বলিউড ইন্ডাস্ট্রির যদি আর কেউ পেয়ে থাকে, তবে সেটা একমাত্র আমি।'

    পদ্মশ্রী সম্মানপ্রাপক কঙ্গনা রানাউতের এক্স হ্যান্ডেলে ২.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে রয়েছে ৯.৭ মিলিয়ন ফলোয়ার। সেদিকে, শাহরুখ খানের এক্স হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা ৪৪ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৬ মিলিয়ন।

    বিক্রমাদিত্য সিংয়ের মা এবং হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি প্রতিমা সিং বলেন, 'মানুষ ওঁর ছবি দেখে ওঁকে সামনে থেকে দেখার আগ্রহ প্রকাশ করে। সকলেই দেখতে চান, সুন্দরী পরীকে কেমন দেখতে। ওঁকে দেখার জন্যই মানুষ ছুটে ছুটে যাচ্ছে। আট থেকে ১০ বছর কাজ করলে তবে তো মানুষ বুঝতে উনি কেমন রাজনীতিবিদ।'

    বলিউডের শাহেনশাহের মতো নিজেকে সমান সারিয়ে বসানো নিয়ে কঙ্গনা রানাউতের সমালোচনা করছেন অধিকাংশই। আবার গেরুয়া শিবির সমর্থকরা অভিনেত্রী রাজনীতিবিদের বুকের পাটার প্রশংসায় পঞ্চমুখ। রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই লাইমলাইটে কঙ্গনা রানাউত। বেশ কিছুদিন ধরেই তাঁর ফিল্মি কেরিয়ারে ভাটা চলছে। তার মাঝে ভোট আবহে জনসংযোগের ক্ষেত্রে কঙ্গনার এ হেন মন্তব্য এখন নেটপাড়ায় চর্চার খোরাক। তবে শেষ পর্যন্ত ভোটের বাক্সে তাঁর এই জনপ্রিয়তা বজায় থাকবে কি না, সেটা বোঝা যাবে আগামী ৪ জুন।
  • Link to this news (এই সময়)