• ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ শতাধিক
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭৮ জন। নিখোঁজ ১০৫ জন। মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এছাড়া, গৃহহীন ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রবল বৃষ্টির কারণে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধসের ঘটনা ঘটেছে। একটি বাঁধ আংশিক ভেঙে গেছে। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রিও গ্রান্ডে দো সুলের চার লাখেরও বেশি মানুষ। বেশ কয়েকটি শহরের রাস্তা ও সেতু ভেঙে গেছে। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরগুলো। এদিকে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ সুপেয় জলেরর সংকটে পড়েছেন। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে ও খাবার এবং পানীয় সরবরাহের জন্য স্বেচ্ছাসেবকরা নৌকা, জেট স্কি, এমনকী সাঁতার কেটে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর জল তীর উপচে পড়েছে এবং রাস্তায় বন্যার সৃষ্টি করেছে। এতে করে আশপাশের কিছু এলাকাও তলিয়ে গেছে।পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অনির্দিষ্টকালের’ জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।
  • Link to this news (আজকাল)