• নিজের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই রাস্তায় নামল ইজরায়েলের জনতা...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিজের দেশেই এবার তোপের মুখে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইজরায়েলি। শনিবার রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা পণবন্দিদের মুক্ত করতে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানাচ্ছেন। জানা গিয়েছে, তেল আবিবের মতো জেরুজালেমেও নেতানিয়াহু এবং তাঁর সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। জেরুজালেমে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিক্ষোভাকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক অবরোধ করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়ি চলাচলের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়। পাশাপাশি, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া,কানাডা,মিশর,ফ্রান্স, ইতালির মত দেশেও ইজরায়েল বিরোধী বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে।
  • Link to this news (আজকাল)