• ‌ দেশের পূর্ব ও দক্ষিণে আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই, আগামী পাঁচ দিন গরমে পুড়বে পশ্চিম ...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দেশের পূর্বাংশ সোমবার থেকেই তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে। এবার দক্ষিণাঞ্চলও তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে মঙ্গলবার। কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা (‌আইএমডি)‌ একথা জানিয়েছে। ১০ মে অর্থাৎ শুক্রবার অবধি তাপপ্রবাহ থেকে মিলবে সাময়িক স্বস্তি। পাশাপাশি ১০ মে শুক্রবার অবধি দেশের পূর্ব ও দক্ষিণে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।গত এপ্রিলে দেশের এই দুই অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। একাধিক অংশে তাপপ্রবাহ চলেছে। এবার তা থেকে মু্ক্তি মিলছে। পাশাপাশি দেশের উত্তর–পূর্বে মঙ্গলবার অবধি ঝড়বৃষ্টি চলবে। আবার, দেশের পশ্চিম অংশে যেমন গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, মেঘালয়ে চলছে তুমুল বৃষ্টি। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ৪৮ ঘণ্টা সেখানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)