• আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলপ্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরা ...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার দেশজুড়ে প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল। নজরকাড়া সাফল্য রাজ্যেও। ২০২৪ সালে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। আইএসসিতে মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। অর্থাৎ পাশের হারে ছেলেদের টেক্কা দিয়ে এগিয়ে মেয়েরা। আইসিএসই পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৯.৬৫ শতাংশ। আর ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। এক্ষেত্রেও পাশের হারে এগিয়ে মেয়েরা। ২০২৩ সালের তুলনায় এবছর বেড়েছে পাশের হার। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইএসসি পরীক্ষা। যা শেষ হয় ৩ এপ্রিল। অন্যদিকে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসই-র পরীক্ষা। শেষ হয় ২৮ মার্চ।পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় দশম শ্রেণি এবং ৪৮ দিনের মাথায় দ্বাদশের ফলাফল প্রকাশিত হল। http://cisce.org এবং http://results.cisce.org সাইটে সরাসরি রেজ়াল্ট দেখে নিতে পারবেন ছাত্রছাত্রীরা।
  • Link to this news (আজকাল)