• ভোটের আবহে ঝাড়খণ্ডের মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে উদ্ধার ২৫ কোটি টাকা ...
    আজকাল | ০৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আবহে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের আপ্ত সহায়ক সঞ্জীব লালের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। সোমবার সকালে জায়গায় জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। আর্থিক তছরূপ মামলার তদন্তে সকাল থেকে ঝাড়খণ্ডের মোট ৯ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, ২০২৩ সাল থেকে ঝাড়খণ্ডে আর্থিক তছরূপ মামলার তদন্ত শুরু হয়। গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সেই মামলায় গত বছর ফেব্রুয়ারি মাসে বীরেন্দ্রকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকরা। সেই মামলার তদন্তে এবার গ্রেপ্তার হলেন সঞ্জীব লাল। ভোটের আবহে বিপুল পরিমাণ টাকা কেন মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতে মজুত রাখা ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
  • Link to this news (আজকাল)