ফের ভিলেন চোখধাঁধানো লেজার লাইট! দমদম বিমানবন্দরে বিমান অবতরণে সমস্যা
প্রতিদিন | ০৬ মে ২০২৪
বিধান নস্কর, দমদম: লেজার লাইটে ফের বিপত্তি। দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান অবতরণের সময় সমস্যা। চোখধাঁধানো লেজার লাইটে দিক নির্ণয়ে বিভ্রান্ত পাইলট। বিধাননগর কমিশনারেটের তরফে লেজার লাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা সত্ত্বেও এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।
রবিবার রাতে দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানটি অবতরণের সময় বিপত্তি ঘটে। ওই বিমানটিতে ২১৪ জন যাত্রী ছিলেন। এবং ৬ জন কেবিন ক্রু। বারাসত থেকে বিমানটি ঠিক ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সেই সময় মধ্যমগ্রামের দিক থেকে হঠাৎ করে সবুজ লেজার লাইট পড়ে ককপিটে। আর তাতেই দিকনির্ণয়ে খানিকটা বিভ্রান্ত হয়ে যান পাইলট। অবশেষে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালক। রাত ৯টা ৪০ নাগাদ অবশেষে বিমান অবতরণ হয়। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ মধ্যমগ্রাম থানাতেও পাঠানো হয়েছে বলেই খবর। বিধাননগর কমিশনারেট এলাকায় লেজার লাইট ব্যবহারের উপর ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
বলে রাখা ভালো, লেজার লাইটে বিমান অবতরণের সমস্যা এই প্রথম নয়। ২০২২ সালের দুর্গাপুজোয় শ্রীভূমিতে লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। যার ফলে বিমান অবতরণে সমস্যার মুখে পড়েন পাইলটরা। সপ্তমীতেই লেজার শো বন্ধ করতে বাধ্য হয় পুজো কমিটি। পরবর্তীতেও এহেন ঘটনা আরও ঘটেছে। এখনও বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন জায়গায় লেজার শোয়ের আয়োজন করা হচ্ছে প্রায়ই। যার ফলে অবতরণের সময় সমস্যায় পড়তে হচ্ছে বিমানচালকদের। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে কলকাতা বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তা সত্ত্বেও ফের এমন ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন।