• সন্ধ্যায় ৬ জেলায় স্বস্তির বৃষ্টি, কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, কী পূর্বাভাস হাওয়া অফিসের?
    এই সময় | ০৬ মে ২০২৪
  • বৃষ্টির পূর্বাভাস ছিলই। ফের একবার তেমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হওয়া অফিস। এক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাস অনুয়ায়ী আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান,, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে বজ্র্যবিদ্যুৎ ঝড়বৃষ্টি। তার সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আবার কোনোও কোনও জায়গায় বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
  • Link to this news (এই সময়)