• 'BJP নয়, জনতা NOTA-তে ভোট দেবে!' কেন এমন বললেন প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন?
    এই সময় | ০৬ মে ২০২৪
  • লোকসভার প্রাক্তন স্পিকার তথা BJP নেত্রী সুমিত্রা মহাজনের দাবি, ইন্দোরে BJP-র কে ভোট দেওয়ার বদলে ভোটাররা অধিকাংশই নোটাতে ছাপ দেবেন।আগামী ১৩ মে ইন্দোর লোকসভা কেন্দ্রে ভোট। আঞ্চলিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইন্দোর লোকসভা কেন্দ্র নিয়ে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন সুমিত্রা মহাজন। ইন্দোরের বাসিন্দারা NOTA বোতাম টিপবেন। এমনটাই বলছেন তিনি। কংগ্রেসের তরফে সুমিত্রা মহাজনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'একাধিক মানুষের থেকে আমি ফোন পেয়েছি। তাঁরা জানিয়েছেন BJP নয় নোটাতেই ভোট দেবেন।' ইন্দোরের এই লোকসভা কেন্দ্রে তিনি ১৯৮৯ সাল থেকে টানা তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।'

    গত ৩০ এপ্রিল মধ্য প্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পতওয়ারি BJP-কে উচিত শিক্ষা দেওয়ার জন্য NOTA বোতাম প্রেস করার আর্জি জানিয়েছিলেন। ইন্দোরের কংগ্রেস প্রার্খী অক্ষয়কান্তি বাম মনোনয়ন তুলে নিয়ে BJP-তে যোগদান করেন। তারপরই ভোটারদের কাছে এই আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ইন্দোরের সেশন কোর্ট ১৭ বছরের পুরনো একটি জমি সংক্রান্ত মামলায় অক্ষয়কান্তি বামের বিরুদ্ধে পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ জুড়তে নির্দেশ দিয়েছিল। তারপরই দলত্যাগ করে BJP-তে যোগদান করেন কংগ্রেস প্রার্থী।

    এ প্রসঙ্গে কংগ্রেসের শেয়ার করা ভিডিয়োতে সুমিত্রা মহাজনকে বলতে শোনা যায়, 'এমনটা হওয়া উচিত ছিল না। এটার কোনও প্রয়োজনীয়তা ছিল না। এই কেন্দ্রে BJP-র জয় আগে থেকেই নির্ধারিত।' মধ্য প্রদেশ কংগ্রেসের দাবি, BJP ষড়যন্ত্র করে অক্ষয়কান্তি বামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করিয়েছে, যাতে তিনি মনোনয়ন তুলে নেন এবং BJP-তে যোগদান করেন। প্রদেশ সভাপতি বিজু পতওয়ারি বলেন, 'ইন্দোরের ভোট এবার আদর্শ বনাম অহংকারের লড়াই। ২৯ এপ্রিল ইন্দোরে গণতন্ত্রের হত্যা করা হয়েছে। দেশের সবচেয়ে স্বচ্ছ শহরকে রাজনৈতিক দিক থেকে কলুষিত করল BJP।'

    উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইন্দোর কেন্দ্রে জয় পেয়ে আসছে BJP। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে BJP প্রার্থী শংকর লালওয়ানি ৫ লাখ ৪০ হাজার ভোটে জয় পেয়েছেন। ১৩ মে চতুর্থ দফায় ভোট রয়েছে ইন্দোরে। এখানে বর্তমান সাংসদ শঙ্কর লালওয়ানিকে ফের প্রার্থী করেছে BJP। অক্ষয়কান্তির মনোনয়ন প্রত্যাহারের পরই বর্ষীয়ান BJP নেতা তথা ইন্দোরের বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় কংগ্রেস নেতাকে BJP-তে যোগদানের আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, আহ্বানে সাড়া দিয়ে পদ্ম শিবিরে যোগ দেন কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম।
  • Link to this news (এই সময়)