Fact Check : তাঁকে দেখতে এলেও ভোট দেবে না 'পাবলিক'? প্রকাশ্যে স্বীকার কঙ্গনার? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা
এই সময় | ০৬ মে ২০২৪
লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশে মাণ্ডি থেকে BJP-র টিকিটে লড়াই করছেন বলিউড অভিনেত্রী তথা কঙ্গনা রানাউত। প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে কঙ্গনাকে বলতে শোনা যাচ্ছে, মানুষজন তাঁর জন্য ভোট দেবেন না। সত্যি কি এই ধরনের ঘটনা ঘটেছে? আজ তক-এর ফ্যাক্ট চেকে দেখা গিয়েছে, এই মন্তব্যটি সম্পদিত এবং বিভ্রান্ত করার জন্য সামনে রাখা হয়েছে।
ঠিক কী ভাইরাল হয়েছে?
সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে কঙ্গনাকে বলতে শোনা যাচ্ছে, 'এই ভিড় যারা কঙ্গনাকে দেখতে এসেছে তারা ভোট দেবে না। তারা শুধু দেখতে এসেছে যে মুম্বই থেকে কি কোনও পরি এসেছে?'এই ভিডিয়োটিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, 'কঙ্গনা আগে থেকেই হার স্বীকার করে নিয়েছেন। ' ফেসবুক, ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি দেদার শেয়ার হয়েছে।
সত্যিটা কী?
আজ তক এই ভিডিয়োর প্রেক্ষিতে ফ্যাক্ট চেক করে। সেখানেই জানা যায়, কঙ্গনার ভিডিয়োটি অসম্পূর্ণ। আসতে কঙ্গনা বলতে চলেছিলেন, প্রতিভা সিং, মাণ্ডির বিদায়ী সাংসদ তাঁর বিষয়ে এই সমস্ত কথা বলছেন যে মানুষ শুধু তাঁকে দেখতে আসেন, ভোট দিতে নয়। ভিডিয়োর কি ফ্রেমের রিভার্স সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা গিয়েছে, ইনস্টাগ্রামে একটি আরও দীর্ঘ ভিডিয়ো রয়েছে। 'ডেলি পোস্ট হরিয়ানা হিমাচল'-এর তরফে ৩ মে একটি ভিডিয়ো শেয়ার করা হয়।
View this post on InstagramA post shared by UP For Only Akhilesh (100K) (@aakhilesh_yadav_india)
ভিডিয়োর শুরুতে দেখা যায়, মাণ্ডির কংগ্রেস প্রার্থীকে আক্রমণ করছেন কঙ্গনা রানাওয়াত। বিক্রমাদিত্য সিংকে আক্রমণ করে তিনি বলেন, 'তিনি তঁর স্ত্রীর সঙ্গেও ভালো ব্যবহার করেন না। ওরা জানে না মহিলাদের সম্মান কী ভাবে করতে হয়।' এরপরেই তিনি মাণ্ডির বিদায়ী সাংসদ প্রতিভা সিংকে তোপ দেগে বলেন, 'আমি প্রতিভাদিকে মায়ের মতো ভাবি। তিনিও গতকাল বলেছিলেন কঙ্গনাকে যে ভিড় দেখতে আসছে তারা ওকে ভোট দেবে না। ওরা শুধু দেখতে আসছে কে এসেছে। কিন্তু, কঙ্গনা কোনও জিনিস নয়। মানুষ কঙ্গনার সৌন্দর্য্য দেখতে আসে না, বরং হিমাচলে তাঁদের মেয়েকে দেখতে আসেন।'
View this post on InstagramA post shared by Daily Post Haryana Himachal (@dailypost_haryana_himachal)
ইটিভি ভারত-এর খবর অনুযায়ী, মাণ্ডি লোকসভা কেন্দ্রের কারসং এলাকায় এই মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
উপসংহার
অর্থাৎ এটা স্পষ্ট কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার জন্য তৈরি করা হয়েছে।
(This story was originally published by Aaj Tak and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)