100 Days Work Salary : 'ক্ষমতায় এলেই ১০০ দিনের কাজের বেতন ৪০০!' বড় প্রতিশ্রুতি রাহুলের
এই সময় | ০৬ মে ২০২৪
ক্ষমতায় এলে কংগ্রেস ১০০ দিনের কাজের বেতন ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেবে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট (MGNREGA) প্রকল্পে টাকা বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।বড় ঘোষণা রাহুল গান্ধীরমধ্য প্রদেশের সিগাঁওতে একটি নির্বাচনী জনসভাতে রাহুল গান্ধী বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পহলি নউকরি পাক্কি প্রকল্পের আওতায়।'
রাহুল এদিন আরও বলেন, 'এই নির্বাচন সংবিধান বাঁচানোর লড়াই। সংরক্ষণ বাঁচানোর লড়াই। জল, জঙ্গল এবং আদিবাসীদের জমি বাঁচানোর লড়াই এটা।' চলতি নির্বাচন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ ১০০ দিনের প্রকল্প, কৃষক ঋণ, বেকার যুবকদের চাকরি এবং সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বার বার নিজের ভাষণে তুলে ধরেছেন।
সংরক্ষণ নিয়ে কী প্রতিশ্রুতি?BJP ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেওয়া হবে! রবিবার এমনই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তেলঙ্গানায় একটি নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস ক্ষমতায় এলে সংরক্ষণ নিয়ে বড় মন্তব্য রাহুলের। তাঁর দাবি, BJP সংরক্ষণের নিয়ম তুলে দেওয়ার পরকল্পনা করছে। তিনি বলেন, 'মোদীজি সংরক্ষণের বিরুদ্ধে। তিনি আপনাদের সংরক্ষণ তুলে নিতে উদ্যত। মোদীজির উচিত দেশবাসীর সামনে ঘোষণা করা, তিনি ৫০ শতাংশ সংরক্ষণ তুলে নেবেন। তিনি কিন্তু, নিজের ভাষণে কখনও এ কথা উল্লেখ করছেন না। কংগ্রেস ক্ষমতায় এলে কি করতে হয় তা দেখিয়ে দেবে।' রাহুলের আরও দাবি, 'BJP নেতারা কখও সংরক্ষণ তুলে দেবে না। ওদের আদর্শ হল সংবিধান বদল করে দেওয়া। বেসরকারিকরণ করে দেবে সর্বত্র। আমরা ক্ষমতায় এলে গরিবরদের সরকার গঠন করব। আদিবাসী, দলিতদের সরকার গড়ব। ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করাই মূল উদ্দেশ্য। আমরা ইস্তেহারেও প্রকাশ করেছি, ক্ষমতায় এলে সংরক্ষণ বাড়ানো হবে। কিন্তু, BJP সংরক্ষণ তুলে দিতে চাইছে।'
জাতিগত জনগণনার প্রতিশ্রুতিপাশাপাশি জাতিগত জনগণনা নিয়ে রাহুল গান্ধী বলেন, 'আমরা ক্ষমতায় এসেই জাতিগত জনগণনা করব। এটা গরিব, দলিত এবং পিছিয়ে পড়াদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা দেশের রাজনীতি বদলে দেবে। ৯০ শতাংশ দরিদ্র মানুষ তাদের পরিসংখ্যান জানতে পারবেন। আমরা সমস্ত এজেন্সির সার্ভে করব। আদিবাসী, পিছিয়ে পড়া এবং OBC-দের কাছে কত সম্পত্তি রয়েছে তা দেখা হবে। এরপরই দেশে নয়া রাজনীতির সূচনা হবে।'