এই সময়: পাঁচ বছরের ছেলেটার জন্মদিন মঙ্গলবার। তার আগেই বাড়ি ফেরা কথা ছিল কর্পোরাল ভিকি পহাড়ের। কিন্তু তা আর হলো কই! শনিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি প্রাণ কাড়ল ভারতীয় বায়ুসেনার এই অফিসারের। এদিকে, জঙ্গিদের খোঁজে রবিবার সারাদিন পুঞ্চে চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হলেও জঙ্গিদের খোঁজ মেলেনি বলেই খবর।মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় নোনিয়া-কারবার গ্রামের বাসিন্দা ভিকি গত মাসেই বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছিলেন। গত ১৮ এপ্রিল ডিউটিতে ফিরে যান তিনি। ৩৩ বছরের ভিকি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ২০১১ সালে। বাড়িতে রয়েছে তাঁর পাঁচ বছরের ছেলে, স্ত্রী, মা এবং তিন বোন। ভিকির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শহিদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধরি।
শনিবার বিকেলে জারানওয়ালি এয়ার ফোর্স স্টেশন থেকে ফিরছিল বায়ুসেনার কনভয়। ছ’টা নাগাদ পুঞ্চের সুরানকোট এলাকার কাছে আচমকাই রাস্তার দু’পাশ থেকে এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। তাতেই প্রাণ যায় ভিকির। আহত হন আরও পাঁচ জন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এয়ার ফোর্স। রবিবার ঘটনাস্থলে পৌঁছন সেনার উচ্চপর্যায়ের অফিসার এবং গোয়েন্দা আধিকারিকরা। আকাশপথে হেলিকপ্টারেও চলে নজরদারি। শাহসিতার, গুরসাই, সানাই এং শিনদারা টপে রবিবার তল্লাশি চালায় সেনা। পুঞ্চে একাধিক চেকপোস্ট তৈরি করে গাড়িতেও চলে তল্লাশি।
শনিবারের হামলার পর জঙ্গিরা জঙ্গলে গা-ঢাকা দিয়েছে বলে খবর। জঙ্গলের মধ্যে কিছু প্রাকৃতিক গুহা রয়েছে, সেগুলোকে ট্রেস করার চেষ্টা চলছে। শনিবারের হামলায় একে অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি ইউএসে তৈরি M4 কার্বাইন এবং স্টিল বুলেটও ব্যবহার করেছিল জঙ্গিরা। আর তাতেই বায়ুসেনার কনভয়ের একটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
গত ২১ ডিসেম্বর পুঞ্চের বাফলিয়াজ়ের কাছে এভাবেই সেনা কনভয়ে হামলা চালিয়েছিল একদল জঙ্গি। শহিদ হয়েছিলেন চার সেনা, আহত হয়েছিলেন তিন জন। শনিবারের হামলাতেও সেই জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। সাজিদ জাটের কাছে প্রশিক্ষণ পাওয়া চার লস্কর জঙ্গি শনিবারের হামলার নেপথ্যে ছিল বলে মনে করছে পুলিশ। এখন ভূস্বর্গে সাজিদ জাট গ্রুপের ১৭ জন জঙ্গি সক্রিয় বলে খবর।