• BJP Lok Sabha Prediction 2024: কোন রাজ্যে কত আসন? কী ভাবে ৪০০ পেরোতে পারে BJP? ব্যাখ্যা ভোটকুশলীর
    এই সময় | ০৬ মে ২০২৪
  • মঙ্গলবার তৃতীয় দফা লোকসভা নির্বাচন। এই পর্ব মিটলে ৫৪৩ আসনের মধ্যে সংসদের নিম্নকক্ষের প্রায় অর্ধেক আসনে ভোট সম্পন্ন হবে। বাকি চার পর্বে ভোট রয়েছে আগামী ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ আগামী ৪ জুন।জনপ্রিয় ভোটকুশলী এবং কনজিউমার ডেচা ইন্টালিজেন্স ফার্ম, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা মনে করছেন, এই পর্যন্ত প্রত্যাশামাফিক এগোচ্ছে নির্বাচন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে এই ভোটকুশলী মোদী ফ্যাক্টর, রাহুল গান্ধী, ভোটের হার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। একইসঙ্গে BJP-র ৪০০ পারের টার্গেট নিয়েও মন্তব্য করেন তিনি।

    তৃতীয় দফার ভোটে NDA এবং INDIA জোটের পরিস্থিতি কোন কোন রাজ্যে কেমন?এ প্রসঙ্গে ভোটকুশলী প্রদীপ গুপ্তা বলেন, 'গুজরাটের সময় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক ভোটে জয় পেয়েছেন। আবার নবীন পট্টনায়েকের মতো নেতা মোদীর দু'বারের মেয়াদকালেও তাঁর রাজ্যে জয় পেয়েছেন। আবার ইন্ডিয়া ব্লকে রয়েছেন অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদবের মতো রাজনীতিবিদরা। এই নেতাদের নিজ নিজ রাজ্যে ক্ষমতা রয়েছে। তবে রাহুল গান্ধীর মতো নেতাও রয়েছেন যিনি কখনও কোনও সরকারি পদে ছিলেন না। কোনওদিন মন্ত্রীও হননি। ফলে তাঁকে এভাবে বিচার করা যাবে না। প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা দল, আলাদা আলাদা নেতা এবং তাঁদের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি। তামিলনাড়ু সঙ্গে উত্তর প্রদেশকে এক করা যাবে না।'

    কোন অঙ্কে NDA ৪০০ পার করতে পারবে?জবাবে প্রদীপ গুপ্তা বলেন, '২০১৯-এর নির্বাচনের ফলাফলের দিকে নজর দিতে হবে। সেবার BJP ৩০৩টি আসনে জয়লাভ করেছিল। NDA পেয়েছিল মোট ৩৫৩টি আসন। ২০১৯ এর থেকে আরও ৪৭ আসন বেশি পেলে তবে ৪০০ পার করতে পারবে তারা। ১০ থেকে ১২টি এমন রাজ্য রয়েছে যেখানে ২৫৭টি আসনে BJP ২৩৮টিতে জয় পেয়েছিল। বিরোধিরা জিতেছিল মাত্র ১৯টি। অর্থাৎ এই রাজ্যগুলিতে BJP-র স্ট্রাইক রেট ছিল ৯৪ শতাংশ। এই রাজ্যগুলি হল বিহার, মধ্য প্রদেশ, কর্নাটক, গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গোয়া। আমার মতে BJP-কে ১৯টি আসনে ভালো ফল করতে হবে এ বার। আরও পাঁচটি এমন রাজ্য রয়েছে যেখানে ১০০টি আসনে বিরোধিতা ৯৬ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছিল। সেগুলি হল তামিলনাড়ু, কেরালা, পঞ্জাব, অন্ধ্র প্রদেশ, এবং কাশ্মীর। এ ক্ষেত্রে BJP-কে ২০১৯-এর তুলনায় ভালো ফল করতে হবে।
  • Link to this news (এই সময়)